Junior Doctor, Pulastya Acharya

অসুস্থ আরও এক জুনিয়র ডাক্তার, হাসপাতালে ভর্তি হলেন পুলস্ত্য আচার্য

রাজ্য কলকাতা

বৃহস্পতিবার রাতে অনশনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন অনুষ্টুপ মুখোপাধ্যায়। তাঁকে গ্রিন করিডর করে ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল অনুষ্টুপকে। ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। রবিবার রাতে ধর্নামঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। তাঁকেও গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হল এনআরএস হাসপাতালে। 

এই নিয়ে ধর্মতলায় অনশন মঞ্চের তিনজন জুনিয়র চিকিৎসক এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের একজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনকারী প্রত্যেকের শারীরিক অবস্থা একদমই ভাল নয়।  কিন্তু আন্দোলনকারীদের স্পষ্ট কথা, শারীরিক অবস্থা যাই হোক না কেন, মনোবল তাঁদের দৃঢ় আছে। ফলে সরকারি দাবি না মানাা পর্যন্ত অনশনের পথ থেকে সরে আসার প্রশ্নই নেই বলে জানিয়েছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment