Rajbhawan abhijan

শুরু হতে চলেছে রাজভবন অভিযান

রাজ্য কলকাতা

আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে জুনিয়ার ডাক্তারদের রাজভবন অভিযান। জুনিয়ার চিকিৎসকদের এই অভিযানের ডাকে সামিল হওয়ার জন্য বহু সাধারণ মানুষ হাজির হয়েছেন। শারদৎসবের সময় প্রতিদিন মানুষের ভীর দেখা গিয়েছিল ধর্মতলায় চিকিৎসকদের অনশন মঞ্চে এদিনও তার কোন ব্যাতিক্রম হয়নি।

সিবিআই তদন্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসকরা। তাদের দাবি সিবিআইয়ের পক্ষ থেকে যেই চার্জশিট জমা করা হয়েছে তা অসম্পূর্ণ। কলকাতা পুলিশের পক্ষ থেকে আর জি কর ঘটনায় যেই কথা বলা হয়েছিল তারই উল্লেখ রয়েছে সিবিআইয়ের চার্জশিট।

চিকিৎসকদের দাবি ময়নাতদন্তের রিপোর্টের সাথে চার্জশিটের কোন মিল নেই। সিবিআইয়ের পক্ষ থেকে কলকাতা পুলিশের মতো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে অভিযুক্ত করা হয়েছে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায়। এর আগে সিবিআইয়ের প্রতি অনস্থা প্রকাশ করে সিনিয়ার চিকিৎসকরা সিজিও কমপ্লেক্স অভিযান করেছিলেন।

অন্যদিকে এই মিছিল আটকাতে তৎপর পুলিশ। লেনিন স্মরনীর সামনে ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে তার সাথে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

Comments :0

Login to leave a comment