১৫ নয় ৩০ জন জুনিয়ার ডাক্তাররাই যাচ্ছেন নবান্নে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে জুনিয়ার ডাক্তারদের মেইল করে বলা হয় বেলা ৪:৪৫ মধ্যে নবান্ন আসার জন্য। মুখ্যমন্ত্রী তাদের সাথে বৈঠক করবেন। মুখ্যসচিবের চিঠিতে বলা হয় ১৫ জনের একটি প্রতিনিধি দল নবান্নে যাওয়ার জন্য। সরকারের সেই নির্দেশকে উপেক্ষা করেই নিজেদের দাবিতে অনড় থেকে তারা জানিয়েছেন ৩০ জনই যাবেন নবান্নে।
জুনিয়ার ডাক্তারদের দাবি বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। সেই দাবিও মানেনি নবান্ন। এই পরিস্থিতিতে আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা নবান্ন যাচ্ছেন। তবে ৩০ জনের প্রতিনিধি দল এবং সরাসরি সম্প্রচারের যেই দাবি তারা করেছেন তাতে তারা অনড়।
RG KAR PROTEST
৩০ জনই যাচ্ছেন নবান্নে
×
Comments :0