kalaikunda Underpass

কলাইকুণ্ডার আন্ডারপাসে জমা জল, রক্ষা ৫ যাত্রীর

জেলা

বোম্বে রোডের কলাইকুন্ডা আন্ডারপাসে জমা জলে ডোবা গাড়ি টেনে তুলছেন স্থানীয়রা।

চিন্ময় কর- কলাইকুন্ডা

৬০ নং জাতীয় সড়ক বোম্বে রোডের উপর তৈরি হয়েছে মরণফাঁদ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন একটি আরটিকা গাড়িতে থাকা ৫জন যাত্রী। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড এবং রাজ্য প্রশাসনের নজরদারি ও দায়িত্ববোধের অভাবে আন্ডারপাসে জমাজলে গাড়ি সহ যাত্রীরা ডুবতে ডুবতে কোনও ক্রমে প্রাণে বাঁচেন। এই ঘটনা ঘটেছে কলাইকুন্ডা আন্ডারপাসে। 
উপর দিয়ে গেছে ট্রেন লাইন। তার নিচে চারলেনের আন্ডারপাস। সোমবার বৃষ্টির রাতে কলাইকুন্ডার সেই আন্ডারপাসে ঘটে যায় বিপত্তি। চালক জানান, দূর থেকে দেখেন একটি লরি চলে গেল। তাই তিনিও সেই দিক দিয়ে যাওয়ার সময় ঐ স্থানের জমা জল মুহূর্তের মধ্যে গাড়ির সিট পর্যন্ত উঠে আসে। গাড়িটি বিকল হয়ে পড়ায় সেই জল চার চাকার ছাদ ছুঁইছুঁই হওয়ার মুখে দরজা খুলে বাইরে বের হন সবাই। বুক সমান জল ঠেলে পাশেই সড়ক রাস্তায় উঠে আসেন তাঁরা। জলে ভাসতে থাকে গাড়ি।


গুরুত্বপূর্ণ আন্ডারপাসের এই অবস্থার পিছনে জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতিই মূল কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা। একদিকের দুটি লেন উঁচু। অন্যদিকের দুটি লেন নিচু হওয়ায় জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকার জল গড়িয়ে এসে এখানে জমা হয়। কোনও নোটিস বা ওখানে নিরাপত্তা কর্মীও নিয়োগ করা হয়নি। মঙ্গলবার  ভোররাতে ঘটলেও প্রশাসনের কোনও সাহায্য পাওয়া যায়নি। 

Comments :0

Login to leave a comment