Kalighater kaku

হঠাৎ ভেন্টিলেশনে কালিঘাটের কাকু

রাজ্য

আলিপুরের বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে কালিঘাটের কাকু। প্রেসিডেন্সি জেলে হঠাৎ অুসস্থ হয়ে পড়েন কালিঘাটের কাকু। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। তারপর ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে।

উল্লেখ্য নিযোগ দুর্নীতি মামলায় কালিঘাটের কাকু, পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় দুবছর পর। সেই চার্জ গঠন শুরু হওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েছেন কাকু। 

কালিঘাটের কাকু অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের কর্মী। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের মুখে প্রথম তার নাম সামনে আসে। তারপর জেরা করার পর তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। জেলে থাকাকালিন তার কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করা নিয়ে বিস্তর দড়ি টানা টানি হয়েছে। এখনও পর্যন্ত তার কন্ঠস্বরের নমুনার রিপোর্ট প্রকাশ করতে পারেনি সিবিআই। কন্ঠস্বরের পরীক্ষা এড়াতে অসুস্থ সেজে শিশুদের বেডেও ভর্তি হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্র। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার দাবি তার বাড়ি তল্লাসি করতে গিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কিছু নথি পাওয়া গিয়েছে। যার মধ্যে আছে একাধিক অডিও ক্লিপ। তৃণমূল শীর্ষ নেতৃত্ব প্রথম থেকেই তৎপর যাতে কোন ভাবে ওই অডিও ক্লিপের সাথে কাকুর কন্ঠস্বর মিলে যায়।  

Comments :0

Login to leave a comment