Dead Body Recovery

ভাগীরথীতে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার

জেলা

ইনসেটে মৃত ছাত্রের ছবি।

স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যাওয়া কলেজ ছাত্রের দেহ মিললো রবিবার বিকেলে। মৃতের নাম রোহিত দেবনাথ(২০)। বর্ধমান শহরের কালনা গেট সংলগ্ন নারীমোর এলাকার বাসিন্দা।
কালনা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে নিয়ে যায়। সুদূর বর্ধমান শহর থেকে ৬০ কিলোমিটার বাইকে সফর করে ভাগীরথী নদীতে স্নান করতে এসে শনিবার সকালে নিখোঁজ হয়ে হয়ে যায় রোহিত।

স্থানীয় সূত্রে জানা গেছে ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে জায় রোহিত। তাঁর সঙ্গে ছিল সায়ন বিশ্বাস। সম্পর্কে নিজের ভাগ্নে। দুজনে একসঙ্গে কালনা এক নম্বর ব্লকের কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের পিয়ারিনগর জিবিএম ইটভাটার ঘাটে স্নান করতে নামে। দুজনেই তলিয়ে যেতে থাকে কোনওমতে সাঁতরে উঠে আসতে পারেন সায়ন। রোহিতের কোনও খোঁজ পাওয়ায় পাড়ে উঠে চিৎকার করতে থাকে। স্থানীয়রা নদীর ঘাটে ছুটে আসেন। তারাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ। ডুবুরি দিয়ে শুর হয় তল্লাশি। 
রবিবার বিকেলে রোহিত দেহ মেলে।

Comments :0

Login to leave a comment