Kunal Kamra

আদালতে আগাম জামিনের আবেদন কামরার

জাতীয়

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে প্যারোডি গান পরিবেশনের অভিযোগে স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা কুণাল কামরা মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।

শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এফআইআরে ভারত ন্যায় সংহিতার ধারা ৩৫৩(১)(খ), ৩৫৩(২) (জনসাধারণের জন্য দুষ্টুমি) এবং ৩৫৬(২) (মানহানি) উল্লেখ করা হয়েছে।

কামরা তামিলনাড়ুর ভিল্লুপুরম শহরের স্থায়ী বাসিন্দা হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।

মুম্বাই পুলিশ ৩১ মার্চ কামরাকে আদালতে হাজিরার নির্দেশ দেয়। তারপরই আদালতে জামিনের আবেদন জানান কামরা।

কামরার ওই শোয়ের পর শিবসেনা কর্মীরা খারের হ্যাবিট্যাট ক্লাবে তাণ্ডব চালিয়েছিল। স্টুডিও ভাঙচুরের অভিযোগে পুলিশ রাহুল কানাল সহ ১২ জন শিবসেনা কর্মীকে গ্রেপ্তার করেছিল। আটকের কয়েক ঘন্টা পরেই তাদের জামিন দেওয়া হয়েছিল।
আদালতে কামরার আইনজীবী বলেন যে স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

Comments :0

Login to leave a comment