CHOPRA land dispute

জমির দখল নিয়ে সংঘর্ষে চোপড়ায় আহত ২০

জেলা

সংঘর্ষে আহতদের একজন।

চা বাগানের জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। দু’পক্ষের প্রায় ২০ জনকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখান থেকে ৯ জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে। শাসকদলের মধ্যে গোষ্ঠী কোন্দল হয়েছে জমির বিবাদকে কেন্দ্র করে। ঘটনা চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ফাগুগছ এলাকার। 
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ মহিলা সহ জখম ২০। চা বাগানের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। 
বাসিন্দা নুর আলমের অভিযোগ, তিন পুরুষ ধরে এই জমি ভোগ দখল করে আসছেন তাঁরা। গত কয়েক বছর ধরে ওই  জমির দখল ও মালিকানা নিয়ে বিবাদ চলছে। এ বিষয়কে কেন্দ্র করে ইসলামপুর আদালতে মামলা হয়। তা সত্ত্বেও এদিন জোর করে জমি দখল করতে ধারালো অস্ত্র নিয়ে দখল করতে নামে। বাধা দেন তাঁরা। তখনই দুষ্কৃতীরা আক্রমণ চালায়। এই ঘটনায় ১০ জন গুরুতর জখম হয়। 
মজিরুদ্দিন নামে আরেকজন যদিও পালটা অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন যে  ১৯৭৭ সালে এখানে ১৬ শতক জমি কিনে রয়েছেন। দলিল, রেকর্ডও আছে। কিন্তু আজকে জমিতে চাষ করতে গেলে নুর আলম এবং তার দলবল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ১০-১২ জন গুরুতর জখম। 
চারজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাকিরা চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। 
ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। সিপিআই(এম) উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, ‘‘ওই এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দল সর্বজনবিদিত। একের জমি অন্যরা দখল করে নেয়। তার পিছনে তৃণমূলের নেতারা মদত যোগায়। এক্ষেত্রেও তাই হয়েছে।’’ 

Comments :0

Login to leave a comment