উত্তর গাজার শেষ হাসপাতালও ধ্বংস করল ইজরায়েলের সেনা। কামাল আদওয়ান হাসপাতাল খালি করার অপারেশনে নিহত হয়েছেন অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচ স্বাস্থ্য কর্মীও।
কামাল আদওয়ান হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন যে হাসপাতালে ভর্তি ছিলেন ৭৫ রোগী। তাঁদের জীবনের ঝুঁকি উপেক্ষা করেই হাসপাতাল খালি করার নির্দেশ দেয় ইজরায়েলের সেনা।
গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসনের পর থেকে শরণার্থী শিবির এবং হাসপাতাল ভবন বেছে নিয়েছে ইজরায়েল। হাসপাতালের নিচে হামাসের আস্তানা, এমন দাবি করেই চলেছে হামলা। ইজরায়েলের সেনাকে হত্যাকাণ্ড চালাতে গিয়েছে হাসপাতালের ভেতরে ঢুকে। আধুনিক বিশ্বে কোনও সশস্ত্র সংঘাতে এই বর্বরতার নজির বলে সরব হয়েছে বিশ্বের বিভিন্ন অংশ।
গাজার প্রশাসন জানাচ্ছে, বহু পরিবারকে বাসা ছেড়ে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। প্রবল ঠাণ্ডায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। শুক্রবার চার শিশুর মৃত্যুর খবর দিয়েছে গাজার প্রশাসন।
Gaza Hospital
উত্তর গাজার শেষ হাসপাতালও খালি করল ইজরায়েল
×
Comments :0