ডুয়ার্সের চা বাগান গুলি এখন চিতাবাঘের আবাসস্থল হয়ে উঠেছে। যখন তখন বসতি এলাকায় হানা দিয়ে ছাগল, শুয়োর বা বাছুর নিয়ে পালাচ্ছে। মানুষের উপর ঝাপিয়ে পড়ে আহত করে তরিৎ গতিতে পালিয়ে যাচ্ছে। এখন রাত বা সন্ধ্যা নয় দিনের বেলা আক্রমণ করছে। মঙ্গলবার দুপুরে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর চা বাগান সংলগ্ন বস্তি এলাকায় চিতাবাঘের হামলায় জখম হলো শিশু সহ ৭জন।
কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুছাপুর নেওরা সহ অন্যান্য ছোট চা বাগান গুলিতে চিতাবাঘের উপদ্রব রয়েছে। কয়েকদিন আগেই নেওরা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় আটক হয় পর পর দুটি চিতাবাঘ। তারপরও চিতাবাঘের হামলা কমেনি।
এদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী মমতা রায় জানান, ‘‘দুপুরে চা বাগানে বাঘ এসেছে শুনে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষের ভীড় জমে। বাচ্চারা ভীড় দেখে দাড়িয়ে ছিল। আচমকাই চিতাবাঘ আয়ান রায়(৪)কে আক্রমণ করে। তখন দাদু গৌরাঙ্গ রায় ছুটে যায় নাতিকে বাঁচাতে। চিতাবাঘ নাতিকে ছেড়ে গৌরাঙ্গ রায়ের উপর হামলা চালায়। মানুষের চিৎকার ও দৌড়ে ঘটনাস্থলে আসার সময় বাঘটি আরও কয়েকজনকে হামলা করে পালিয়ে যায়।
হাসপাতাল সুত্রে জানা গেছে, জখমদের মধ্যে দাদু নাতি ছাড়াও আরও পাঁচ জন রয়েছেন। তাদের নাম প্রদীপ ওঁরাও(৭), মার্কোস ওঁরাও(২৮) রকি ওঁরাও(১৩), মুখেশ রায় (১৬) ও মাংড়ি ওঁরাও (৩৮)।
স্থানীয় জানান, ‘‘এলাকায় চিতাবাঘ রয়েছে। মাঝেমধ্যে হামলা করে। এর আগেও কয়েকজনকে জখম করেছে।’’
কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ওই এলাকার বাসিন্দা সুনিতা মুন্ডা জানান, ‘‘এদিন দুপুর চিতাবঘের হামলা হয়। হামলায় শিশু কিশোর সহ ৭ জন জখম হয়েছে। আমরা বনদপ্তরকে তৎপর হতে বলব।’’
Leopard Attack
চিতাবাঘের হামলা শিশু কিশোর সহ জখম ৭
×
Comments :0