মথুরা চা বাগানের এক নম্বর সেকশনে বনকর্মীদের পাতা ফাঁদে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘ৷ বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করেন৷
মথুরা চা বাগান এলাকায় দু'সপ্তাহ আগে একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল। সোমবার সকাল আবার একটি চিতাবাঘ খাঁচাবন্দি হল।
সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে চা বাগান এলাকায় বেশ কয়েকবার জঙ্গল থেকে লোকালয়ে চিতাবাঘ বেরিয়ে আসার ঘটনা ঘটেছে৷ শিকারের খোঁজেই চিতাবাঘ মাঝেমধ্যে লোকালয়ে প্রবেশ করছে বলে মনে করছে বন বিভাগ৷
জলদাপাড়া জাতীয় উদ্যানের বিভাগীয় বনাধিকারিক প্রবীণ কাসোয়ান জানান, এদিন সকালে মথুরা চা বাগানে প্রায় ১২ বছর বয়সি একটি পুরুষ চিতাবাঘ ধরা পড়ে। চিতাবাঘটিকে জলদাপাড়ার ভেটেনারি আধিকারিকরা পরীক্ষা করেন। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকায় সেটিকে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা গভীর জঙ্গলে চিতাবাঘটি ছেড়ে দেয়৷ চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে স্থানীয়া। তারা জানান, চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্ক কাটল। তবে আরও চিতাবাঘ রয়েছে কি না সেই আশ্ঙ্কাও রয়েছে। এদিন চিতাবাঘ দেখতে বহু মানুষের ভিড় হয় এলাকায়।
Comments :0