কৃষক নেতাদের গৃহবন্দি করা হচ্ছে। থানায় আটক করা হচ্ছে। শতাধিক কৃষককে আটকে রাখা হয়েছে জেলে। আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কৃষক আন্দোলনকে বলছেন নৈরাজ্য। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রীকে
গ্রেটার নয়ডায় জমির ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনরত কৃষকরা এই দাবিতেই সরব হয়েছেন বৃহস্পতিবার।
কৃষক আন্দোলনকে দমনের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, সারা ভারত কৃষকসভা, সিআইটিইউ, ডিওয়াইএফআই ও এসএফআই।
গৌতম বুদ্ধনগরে সারা ভারত কৃষকসভার সহসভাপতি গরবি মুখিয়াকেও গৃহবন্দি করে রাখা হয়েছে।
সংযুক্ত কিসান মোর্চার বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলন এবং প্রতিবাদ সাংবিধানিক অধিকার। অথচ কৃষকনেতা তাজিন্দর সিং ভির্ককে আটকে রাখা হয়েছে কাটঘর থানায়। আলিগড়ের পুলিশ জবরদস্তি আটকেছে রাজেশ টিকায়েতকে। যমুনা এক্সপ্রেসওয়তে গ্রেটার নয়ডার কৃষকদের অবস্থানে যোগ দিতে আসছিলেন তিনি। অবস্থান থেকেও ১২০ জন কৃষককে গ্রেপ্তার করেছে উত্তর প্রদেশ সরকার।
কিসান মোর্চা বলেছে, গ্রেটার নয়ডার আন্দোলন জমির অধিকারের বিষয়কে সারা দেশের সামনে ফের হাজির করেছে। কৃষকদের থেকে জমি নিয়ে শিল্প বাণিজ্য কেন্দ্র হয়েছে। কৃষকরা পেয়েছেন নামমাত্র ক্ষতিপূরণ শিল্পোন্নয়নের পর জমির দাম বিপুল বেড়েছে। সেই জমির ১০ শতাংশে প্লট চেয়েছেন জমিহারা কৃষকরা। সঙ্গত এই দাবি মেটাচ্ছে না সরকার। বস্তুত দেশের জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ আইনের ধারা মানা হচ্ছে না।
Greater NOIDA Farmers
গ্রেটার নয়ডায় জমি আন্দোলনে গৃহবন্দি কৃষকনেতারা, জেলে শতাধিক, চিঠি প্রধানমন্ত্রীকে
×
Comments :0