BARRACKPUR MURDER

বারাকপুরে ডাকাতি-খুনে যাবজ্জীবন

জেলা

সোনার দোকানে ডাকাতি হয়েছিল। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন দোকান মালিকের পুত্র। কিন্তু আদালত দোষীদের কাউকে প্রাণদণ্ড না দেওয়ায় ক্ষুব্ধ পরিবার। ‘দেখে নেওয়ার’ হুমকিও দিয়েছে অপরাধীরা। পুলিশ জানিয়েছে উচ্চ আদালতে আরও কঠোর শাস্তির আবেদন জানানো হবে।
গত বছরের মে-তে বেপরোয়া ডাকাতি করে এই দুষ্কৃতীরা। খুন করে দোকান মালিকের ছেলে নীলাদ্রি সিংহকে। শুক্রবার বারাকপুর মহকুমা আদালত ঘটনা জড়িত পাঁচজনের যাবজ্জীন কারাদণ্ড দিয়েছে।
আদালত চত্বরেই নীলাদ্রির বাবা নীলরতন সিংহ বলেন, ‘‘অন্তত একজনের প্রাণদণ্ডের আদেশ আশা করেছিলাম। হাইকোর্টে যাওয়ার কথা ভাবছি।’’
নীলরতন সিংহের অভিযোগ, পরিবারের অনুপস্থিতিতে রায় দিয়েছে মহকুমা আদালত। তাঁদের দেরিতে জানানো হয় রায়দানের সময়। তিনি আদালতে পৌঁছে জানতে পারেন যে রায় ঘোষণা হয়ে গিয়েছে। 
বারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া জানান যে উচ্চ আদালতে যাওয়া হবে। সরকারি আইনজীবী ও তদন্তকারী অফিসারকে আসামিরা আদালত কক্ষ থেকে বেরনোর সময় ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। অপরাধীরা যে ধরনের মন্তব্য করছিল তাও উচ্চ আদালতে নথিভুক্ত করা হবে বলে জানান রাজোরিয়া।

Comments :0

Login to leave a comment