senior women's ODI

বাংলাকে হারিয়ে শিরোপা মধ্যপ্রদেশের

খেলা

madhya-pradesh-beat-bengal-team--win-their-maiden-title ছবি প্রতীকী।

সিনিয়র উইমেন্স ওডিআইতে বাংলাকে হারালো মধ্য প্রদেশ। সোমবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পেল ক্রান্তি গাউদ , অনুষ্কা শর্মাদের দল। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মধ্য প্রদেশের উইকেটকিপার অধিনায়ক রাহিল্লা ফিরদৌস। বাংলার হয়ে তনুশ্রী সরকার ২৯ বলে ২১ রান করেন। ৪৫ বলে ২৫ করেন মিতা পাল। ৭৪ বলে সর্বোচ্চ ৪২ করেন প্রিয়াঙ্কা বালা। মধ্য প্রদেশের হয়ে ২টি করে উইকেট নেন সূচি উপাধ্যায় ও বৈষ্ণবী শর্মা। ৩টি উইকেট নেন ক্রান্তি গাউদ। ১৩৬ রানে শেষ হয় বাংলা দলের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০২ বলে ৬৯ রানে নট আউট থাকেন অনুষ্কা শর্মা। ২৯ বলে ৩০ রানে নট আউট থাকেন আয়ুষী শুক্লাও। ৮ ওভারে ৩টি উইকেট নিলেও কাজে এলোনা তিতাস সাধুর বোলিং স্পেল। ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা রিচা ঘোষ , তিতাস সাধুদের দর্পচূর্ণ করে শিরোপা জিতল মধ্যপ্রদেশ।

Comments :0

Login to leave a comment