স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসকদের অবস্থান পেরিয়েছে ২৪ ঘন্টা। এবার ফের নাবান্ন থেকে আলোচনায় বসার ডাক দেওয়া হল তাদের। এদিন মুখ্যসচিবের তরফে ইমেল মারফত তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। ইমেল পেয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন তারা। সূত্রের খবর প্রাথমিকভাবে আলোচনায় বসততে রাজি চিকিৎসকরা তবে তাদের নির্দিষ্ট কিছু শর্ত আছে। পালটা ৫ দফা দাবি ইমেল মুখ্যমন্ত্রীকে। এদিনে ইমেলে তাদের জানানো হয় আন্দোলন ৩২ দিন ধরে চলছে ফলে সাধারণ মানুষের চিকিৎসা পরষেবা ব্যহত হচ্ছে। এদিকে সুপ্রিম কোর্টও তাদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে বলেছে। এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় নবান্নে আলোচনায় যাবেন কিনা তারা সেটাই এখন দেখার।
RG KAR PROTEST
নবান্ন থেকে ইমেল, আলোচনায় ডাকা হল জুনিয়র ডাক্তারদের
×
Comments :0