নারকেল ডাঙার বস্তিতে গিয়ে বিক্ষোভের মুখে মেয়র ফিরহাদ হাকিম। শনিবার রাতে নারকেল ডাঙা এলাকার একটি বস্তিতে আগুন লাগে। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব। একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিন সকালে মেয়র এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর সচিন সিং এলাকায় গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বাড়ি হারানো মানুষ গুলো দাবি জানাতে থাকে তাদের পুনর্বাসনের। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়েন মেয়র।
ফিরহাদ এলাকা ছাড়ার সাথে সাথে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কাউন্সিলরের অনুগামীদের সাথে শুরু হয় স্থানীয়দের হাতাহাতি। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেয়রের দাবি সেচ দপ্তরের জমি দখল করে এই বসতি তৈরি হয়েছিল। সেচ দপ্তর যদি অনুমতি দেয় তবে সরকার তাদের বাড়ি বানিয়ে দেবে। কিন্তু এই সময় ঘর ছাড়া মানুষ গুলো কোথায় থাকবে তার কোন উত্তর নেই প্রশাসনের কাছে।
গতকাল রাত ১১:৩০ নাগাদ আগুন লাগে। দমকলের ১৬টি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে এই আগুন লেগেছে তার কোন উত্তর এখনও পাওয়া যায়নি।
Comments :0