ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশনে মেডিক্যাল কলেজের (Medical College) পড়ুয়ারা। ভোটের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিতে তিনদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে হবু চিকিৎসকরা। এর আগেও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হয়েছিল। কিন্তু স্বাস্থ দপ্তর ও কলেজ কতৃপক্ষের মিলিত সিদ্ধান্ত এখনই ছাত্র সংসদ নির্বাচন হবে না। তারপরই আন্দোলনে বসে ছাত্র-ছাত্রীরা। হাসপাতালে (Hospital)পরিষেবা অব্যাহত রেখেই আন্দোলন চালাচ্ছে বলে দাবি করে পড়ুয়ারা।
এদিকে সঠিক চিকিৎসা হচ্ছে না বলে কলকাতা হাইকোর্টে মামলা করেন রোগীর এক আত্মীয়। মেডিক্যাল কলেজে আন্দোলনের জেরে অচলাবস্থা চলছে, আর তার জন্যই শিশুর কিডনিতে অস্ত্রোপচার হচ্ছে না বলে আদালতে অভিযোগ জমা পড়ে। তারই ভিত্তিতে বৃহষ্পতিবারের মধ্যে স্বাস্থ্য দপ্তর, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে শুক্রবার বিকেল ৫টার মধ্যে নির্বিঘ্নে শিশুটির অস্ত্রোপচার করতে হবে বলেও জানায় বিচারপতি।
Comments :0