STUDENT PROTEST

নেই ন্যূনতম পরিষেবা,
সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া বিক্ষোভ

জেলা কলকাতা

students protest sagar dutta medical college and hospital bengali news সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে পড়ুয়া বিক্ষোভ

ফের কাঠগড়ায় কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল। মেডিকেল কলেজে  প্রশিক্ষণরত পড়ুয়াদের অভিযোগ, হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে  বিদ্যুৎ পরিষেবা নেই। একইসঙ্গে রয়েছে পানীয় জলের  অভাব। তাঁদের ক্ষোভ, এইরকম অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হয় তাঁদের। 

এরই প্রতিবাদে মঙ্গলবার সাগরদত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁরা প্রশ্ন তোলেন, প্রিন্সিপালের ঘরে আলো, পানীয় জল সহ সমস্ত পরিষেবা পর্যাপ্ত পরিমাণে থাকলেও ছাত্রদের ঘরে তা কেন নেই? তাঁদের অভিযোগ,  বহুবার হাসপাতালের উচ্চপদস্থ কর্তাদের লিখিত ভাবে অসুবিধার কথা জানালেও কোনও সুরাহা মেলেনি। 

Comments :0

Login to leave a comment