Meenakshi Mukherjee

উৎসব হবে প্রতিবাদের আবহে: কাঁকসায় মিনাক্ষী

জেলা

মঙ্গলবার কাঁকসার বনকাটি অঞ্চলের ১১ মাইল বাসস্ট্যান্ডে কথাগুলি বলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী। এদিন বামপন্থী গণসংগঠনগুলির ডাকে আর জি করের ঘটনার বিচারের দাবি সহ জল, জমি, জঙ্গলের অধিকারের দাবিতে বিরাট জনসভা সংগঠিত হয়। ধামসা মাদল নিয়ে দলে দলে আদিবাসী অংশের প্রচুর মানুষ সমাবেশে যোগ দেন। প্রায় তিন হাজার মানুষের সমাবেশ হয় এদিন। বক্তব্য রাখেন কৃষক নেতা কমরেড রাখহরি রায়। সভাপতিত্ব করেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক কমরেড বীরেশ মন্ডল। 
মীনাক্ষী বলেন, অপরাধ ওদের সীমাহীন। ১০০ দিনের টাকা লুট, আবাস যোজনার টাকা লুট, চাকরী লুট। সবচেয়ে সেরা অপরাধ আর জি করের ঘটনায় দোষীদের বাঁচানোর জন্য নির্লজ্জ প্রয়াস চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর এক মাস কেটে গেছে তবুও বিচার পায়নি তিলোত্তমার পরিবার। তবুও প্রতিবাদী মানুষকে উৎসবে ফেরার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, লাশের উপর দাঁড়িয়ে উৎসব হয়না। ঘরের দুর্গারা লাঞ্ছিত। উৎসব হবে প্রতিবাদের আবহে। হাসপাতাল গুলো দুর্নীতির আখড়া হয়ে গেছে। ঘুষ না দিলে ভর্তি হয়না চিকিৎসা হয় না। রোগী কল্যাণ সমিতি আছে তবে সব দুর্নীতির শিরোমনি। ডাক্তার বাবুরা প্রতিবাদে নেমেছেন। তাদের বদলির ভয় দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। 
এক মাস হয়ে গেল এবার উৎসবে ফিরুন। সোমাবর রাজ্যের মানুষকে প্রতিবাদ ছেড়ে উৎসবে ফেরার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর জি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসক ছাত্রীর মা প্রতিক্রিয়া দিয়ে বলেছেন ‘‘আমার কাছে অমানবিক মনে হচ্ছে এমন আহ্বান। কারণ আমি তো মেয়ের মা। আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে।’’ 
তিনি আরও বলেন, ‘‘গোটা দেশের মানুষ যদি ভাবে উৎসবে ফিরবে তাহলে তাঁরা ফিরতেই পারেন। কিন্তু তাঁরাই আমার মেয়েকে নিজের পরিবারের সদস্য বলে মনে করছেন। তাঁরা যদি উৎসবে ফিরতে পারেন আমার কিছু বলার নেই। আমার বাড়িতেও দুর্গাপুজো হতো, মেয়ে ঘরে করত। কিন্তু আমার বাড়িতে আর কোনদিন দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের বাতি নিভে গেছে। আমি কী করে মানুষকে বলব উৎসবে ফিরতে?' মায়ের প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীর পরিবারে যদি এমন ঘটনা ঘটত তাহলে কি উনি একথা বলতে পারতেন?’’ 
মুখ্যমন্ত্রীর এই উৎসবে ফেরার বার্তা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্যেই নিন্দার ঝড় উঠেছে। কীভাবে এই ঘটনার পরেও উৎসবে ফেরার কথা বলতে পারেন একজন মহিলা মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন। এদিন কাঁকসায় মীনাক্ষী মুখার্জি বলেন, প্রতিবাদীদের ভয় দেখাচ্ছে মুখ্যমন্ত্রী। আর আমরা ভয় পাই না। মানুষের সুরক্ষার জন্য রাস্তায় আছি লড়াই এর ক্ষেত্রটা বড় হচ্ছে। রুখে দাঁড়াতে হবে। উৎসব হবে প্রতিবাদের আবহে। 

Comments :0

Login to leave a comment