ডিওয়াইএফআই কাজ ও শিক্ষার জন্য লড়াই করে থাকে। গোটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের যুব সমাজ এই সময়ে যে সমস্যায় বেশী ভুগছি তা হলো সরকার শিক্ষার দায়িত্ব থেকে নিজের হাত আস্তে আস্তে গুটিয়ে নিচ্ছে। সরকারী শূন্যপদ পূরণ হচ্ছে না। যেটুকু নিয়োগ হচ্ছে তাতেও দুর্নীতি হচ্ছে। নতুন করে কোন শূন্যপদ তৈরী করা হচ্ছে না। শিলিগুড়িতে পুলিশ কমিশনার অফিস অভিযান কর্মসূচিতে সামিল হবার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি।
তিনি বলেন, মানুষ যাবে কোথায়? পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই দুর্নীতির অর্থনীতি চলছে। সেই দুর্নীতিতে কিছু মানুষ, কিছু বেকার যুবরা মাথা নোয়াতে বাধ্য হচ্ছেন। মাথা না নোয়ালে রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে চলে যেতে হবে কাজের জন্য। কিন্তু কাজের সন্ধানে বাইরের রাজ্যে চলে যাওয়া মানুষদের কোনরকম দায়িত্ব নেবে না সরকার। রাজ্যে সরকারীভাবে বা সৎ পথে রোজগারের জায়গা প্রতিদিন সরকার একটু একটু করে নিজের হাতে শেষ করে দিচ্ছে। সরকার তো প্রশাসনকে বাদ দিয়ে নয়। গোটা পশ্চিমবঙ্গে যে দুর্নীতির অর্থনীতি চলছে সরকার বা পুলিশ যদি না চায় তাহলে সেই দুর্নীতি দিনের পর দিন চলতে পারে না। কাজের অধিকার নেই, শিক্ষার সুস্পষ্ট অধিকার নেই, মানুষের বেঁচে থাকার জন্য সৎপথে রোগগারের উপায় ও পরিবেশ দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন। প্রশাসন ও সরকার দায়িত্ব নিয়ে দুর্নীতি বাড়াচ্ছে। সকলের বসবাসের অযোগ্য হয়ে উঠছে রাজ্য। রাজ্যটাকে বাঁচানোর দায়িত্ব রয়েছে আমাদের সকলের কাঁধেই।
আরজি কর কান্ডে গ্রেপ্তারদের একের পর এক মুক্ত হবার প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি বলেন, পুলিশ প্রশাসন অপদার্থ হলে এইরকমই হয়। দেশ ও রাজ্য সরকার মিলে যখন অপরাধকে পিঠ চাপড়িয়ে প্রশ্রয় দেয় তখন এই ধরনের আইন ও শৃঙ্খলা এবং রায় চোখে দেখতে হবে। তাই তো হচ্ছে। আজ পর্যন্ত কোন কেসে সিবিআই তার দায়িত্ব নিরপেক্ষ ও স্বচ্ছ্বতার সাথে পালন করেনি। সুপ্রিম কোর্টে স্বতঃপ্রনোদিতভাবে কেস টেকওভার করার কোন প্রয়োজনীয়তা ছিলো না। সিবিআই’র তদন্তের ওপরও আস্থা হারাচ্ছে তা রাজ্যবাসী বলে দিচ্ছে। সরকার একটার পর একটা দুর্নীতি করে যাবে। মানুষের ট্যাক্সের টাকায় মানুষের ভোটে যে সরকার চলছে সেই সরকার মানুষের ওপরেই বুলডোজার চালিয়ে দেবে আর সেই বুলডোজার রোখার জন্য রাজ্যের মানুষ সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকবে এটা ভাবার কোন কারণ নেই। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি এটাই।
অন্য এক প্রশ্নের উত্তরে মীনাক্ষী বলেন, ফান্ডামেন্টালিস্টস্ বা কমিউনাল ফোর্সেস যে সব পার্টিগুলোকে চালায় তারা ভারতবর্ষের কনসেপ্ট অব ইন্ডিয়াতে রাখতে পারে না। সেটা তৃণমূল বা বিজেপি যাই হোক।
Minakshi Mukherjee
প্রশাসন যদি না চায় তাহলে দুর্নীতি চলতে পারে না: মীনাক্ষী
×
Comments :0