Mohun Bagan Super Gaint

দিমির চুক্তি দীর্ঘায়নে ‘পড়শী’ ক্লাবকে খোঁচা

খেলা

পেট্রাটোসের সাথে দুবছরের জন্য চুক্তি বাড়ালো মোহন বাগান। আর এই চুক্তি বৃদ্ধি নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিতে ছাড়েনি সবুজ মেরুন। 

মোহনবাগান দিবসে সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া দিমিত্রি পেট্রাটসের চুক্তি নবিকরণের ঘোষণাতে অভিনব ভিডিও শেয়ার করে সবুজ মেরুন। ভিডিওটিতে দেখা যাচ্ছে কাদাপাড়ার একটি মাঠে কিছু বাচ্চারা গোল করে পেট্রাটসের মতো সেলিব্রেশন করে। তারপরই স্ক্রীনে ভেসে ওঠে দিমি ২০২৬। অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত তার সাথে চুক্তি বাড়ালো দল।

 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন