আগামী ২ অক্টোবরে ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ২ এর ম্যাচ ছিল মোহনবাগানের । কিন্তু এই ম্যাচ সম্ভবত খেলতে যেতে পারবেনা মোহনবাগান। ইরানের বর্তমান যুদ্ধবিদ্ধস্ত পরিস্থিতিতে ভিসা নিয়ে সমস্যা হচ্ছিল অনেকেরেই । সেখানে বাদ যাননি মোহনবাগান ফুটবলাররাও। দলের বিদেশী কিছু ফুটবলার , ভারতীয় ফুটবলার এমনকি কোচ মলিনারও ভিসা বাতিল হয়েছিল । কিন্তু বর্তমানে তাদের সবারই ভিসা মঞ্জুর হয়েছে এবং ইরানে হোটেল বুকিংও সম্পূর্ণ হয়েছে । শনিবার ইরানে এক ভয়াবহ দুর্ঘটনায় এক স্থানীয় নেতা হেজাবুল্লার মৃত্যুতে ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইরানে । তাই সেখানকার পরিস্থিতি এখন খুবই জটিল। এরূপ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা মোহনবাগান দল কোনো ঝুঁকি নিয়ে ইরানে খেলতে যেতে চাইছেনা । তারা এফসি কে একটি চিঠি দিয়ে ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে করার আবেদন জানিয়েছে । এইবার ইরানের প্রশাসন থেকে ট্র্যাক্টর এফসিকে অনুমতি দিলেই তারা ম্যাচটি আয়োজন করতে [পারবে । এবার এই ব্যাপারে এইবার ট্র্যাক্টর এফসির অফিসিয়াল ফেসবুক পেজের তরফ থেকে মোহনবাগনকে খোঁচা দিয়ে একটি পোস্ট করা হয়েছে । যার বাংলা অর্থ করলে দাঁড়ায় যে , প্রায় ১০০ হাজার দর্শকের সামনে ১০ -০ গোলে হারার চেয়ে ৩-০ গোলে হারা অনেক সম্মানের । এই ম্যাচটি ট্র্যাক্টর এফসির হোম ম্যাচ হওয়ায় এ এফসির নিয়মানুযায়ী মোহনবাগন খেলতে যেতে না পারলে ম্যাচটিকে ওয়াকওভার হিসেবেই ধরে নিয়ে ৩ পয়েন্ট দেওয়া হবে মোহনবাগানকে । সূচি অনুযায়ী শনিবার বেঙ্গালুরু ম্যাচ খেলে রবিবার সেখান থেকেই ইরান উড়ে যাওয়ার পরিকল্পনা ছিল মোহনবাগানের । কিন্তু তা আর হচ্ছেনা ।
mohunbagan afc champions league match
ইরানে না গিয়েও ৩ পয়েন্ট পেতে পারে মোহনবাগান
×
Comments :0