Rain forecast south bengal

আগামী দুদিনে বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণের জেলাগুলিতে

কলকাতা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী সোমবার বিকেলে বৃষ্টি হয় কলকাতা ও শহরতলি অঞ্চলে। সারাদিক মেঘ ও রদ্দুরের খেলা চললেও বিকেল হলেই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। তারপরেই শুরু হয় বৃষ্টি সঙ্গে ছিল হাওয়াও। দিনের শেষে বৃষ্টি নামায় অনেকটাই স্বস্থি মিলেছে। কলকাতা সহ বেশ কিছু জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। মালদাতে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই ছাত্রের। সেই সময় তারা স্কুল থেকে বাড়ি ফিরছিল। মাঠের মঅহখানে বাজ পড়ে মৃত্যু হয় তাদের।


কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্য়াভাষ অনুযায়ী আগামীকাল থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে। ফলে গরম থেকে রেহাই মিলবে। তবে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও বর্ষা প্রবেশ করেনি। ফলে সেখানে বৃষ্টির পরিমান কমই থাকবে। এদিকে উত্তরবঙ্গে বৃহষ্পতিবারও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোচবিহার, আলপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি রয়েছে। তবে শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে কিছুটা হলেও কমবে বৃষ্টি

Comments :0

Login to leave a comment