Nagarik Michil

কলেজ স্ট্রিট থেকে শুরু মিছিল

রাজ্য কলকাতা

কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা শুরু হলো জুনিয়ার চিকিৎসকদের ডাকে নাগরিক মিছিল। হাতে সংবিধান নিয়ে মিছিলে অংশ নিয়েছেন ১৭ দিন ধর্মতলায় অনশন করা চিকিৎসকরা। 

বিচারহীন৯০দিন! গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্মরত থাকাকালীন চিকিৎসক-ছাত্রীর নৃশংসভাবে ধর্ষণ-খুনের ঘটনার পর ৯০ দিন হয়ে যাওয়ার পরও ন্যায়বিচারের প্রত্যাশায় রয়েছেন শুধু তাঁর বাবা-মাই নয়গোটা রাজ্যের মানুষ। নির্যাতিতার বাবা-মাও বলেছেনন্যায়বিচার রাস্তায় নেমে ছিনিয়ে আনতে হবে। তাঁরাও রাস্তায় নামবেনরাস্তায় রয়েছেন ন্যায়বিচারের দাবিতে আন্দোলনকারী মানুষও।

শনিবার অভয়া মঞ্চর আহ্বানে পেশ হবে জনতার চার্জশিট। ফাঁস হবে শাসকের বিবিধ কীর্তিকলাপজনসমক্ষে আসবে অনেক তথ্য। একই দিনে গত ৩ মাস ধরে আন্দোলনের কান্ডারী জুনিয়র ডাক্তারদের এক বিশাল মিছিলও সাধারণ মানুষকে শামিল করে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এসে পৌঁছাবে রানী রাসমনি রোডে। সমাবেশ সোচ্চারে সমস্ত কিছুর জবাব চাইবে রাজ্য সরকারের কাছ থেকে। আগামী দিনে আরও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চ’-র পক্ষ থেকে। 

অভয়া ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার এখনও অধরা। সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের ডাকে প্রতিবাদী লক্ষ লক্ষ মানুষ ধারাবহিকভাবে পথে নেমেছেন গত ৯০ দিন ধরে। দ্রত বিচারের দাবিতে তৈরি হয়েছে অভয়া মঞ্চ। অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস সহ চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টরস এবং ৮০টি নাগরিক সংগঠন নিয়ে গঠিত এই অভয়া মঞ্চ সমবেশ ও জনতার চার্জশিট পেশের ডাক দিয়েছে। একইদিনে বেলা ৩টে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস-এর তরফে কলেজ কলেজ স্কোয়ার থেকে রানী রাসমনি রোডে পর্যন্ত মিছিলের আহ্বান জানানো হয়েছে। এই মিছিল এসে মিশবে অভয়া মঞ্চের সমাবেশে। 

অভয়া মঞ্চ-এর তরফে আহ্বায়ক ডাঃ পূণ্যব্রত গুণডাঃ তমোনাশ চৌধুরীমনীষা আদক বলেনঅভয়া হত্যাকাণ্ডে মানুষ নানা প্রশ্নের উত্তর খুঁজে বা পেয়ে প্রতিবাদ প্রতিরোধে পথ বেছে নিয়েছেন। তাঁরা যে চার্জশিট পেশ করবেন তাতে থাকবে অভিনব প্রকরণ। শুধুমাত্র প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াই নয়স্বাস্থ্য প্রশাসনের মাথায় যাঁরা বসে আছেনযাঁরা পচে যাওয়া ঘুন ধরা স্বাস্থ্য ব্যবস্থার জন্য দায়ীসেইসব দুর্নীতির ক্ষেত্রগুলি সামনে এনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে জনতার চার্জশিট। জনতা জানতে চাইবেকলকাতা সহ জেলায় জেলায় কেন এত আইন শৃঙ্খলার অবনতিঅভয়ার ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত থামবে না অভয়া মঞ্চ।   

Comments :0

Login to leave a comment