Quiz Answers

বলতে পারো

ছোটদের বিভাগ

Quiz Answers

অমল কর

জিজ্ঞাসা


১) বিশ্বের কয়েকজন প্রখ্যাত ডাকটিকিট সংগ্রাহকের নাম বলো।

২) বাংলায় প্রথম নারী বিষয়ক সাময়িক পত্রিকা কোনটি ?
৩) রামায়ণে বর্ণিত কোন অস্ত্র দিয়ে রাবণকে বধ করেন রাম?
৪) 'সিমুর্ঘ' সম্বন্ধে কি জানো ?
৫) গীতিকার শৈলেন্দ্র-র আসল নাম কি? রাজ কাপুরের কতগুলো ছবিতে তিনি গীতিকার ছিলেন?
৬) কবে থেকে লাল-হলুদ কার্ড দেখানো শুরু হয় ফুটবল খেলায়?

সমাধান


১.  মিশরের রাজা ফারুক,  ইংল্যান্ডের সম্রাট পঞ্চম জর্জ, রোমানিয়ার রাজা ক্যারল, সুইডেনের রাজা গুস্তাভ, রুশ জার দ্বিতীয় নিকোলাস, আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ভারতের রাষ্ট্রপতি ভেঙ্কট রমন প্রমূখ।
২. ’ব্রহ্মবোধিনী’ উমেশ চন্দ্র দত্তের উদ্যমে এটি প্রকাশিত হয় ১৮৬৩ সালে।
৩. ’ব্রহ্মাস্ত্র’ এর পুঙ্খে পবন. ফলকে অগ্নি ও ভাস্কর, শরীরের আকাশ এবং ভারে মেরুমন্দর অধিষ্ঠান করে। রাবণ বধের পর এটি রামের হাতে ফিরে আসে।
৪,  ইরানের রূপকথায় বিশালাকায় পাখি ময়ূরের মত দেহ,  কুকুরের মতো মাথা, সাপের মত জিহ্বা, দীর্ঘজীবী। এটি আজারবাইজানে জমরুদ নামে চিহ্নিত।
৫.  আসল নাম শংকর দাস কেশরী লাল। ২১ টি চলচ্চিত্রে।
৬. ১৯৭০ বিশ্বকাপ ফুটবল খেলা থেকে।

Comments :0

Login to leave a comment