Howrah Hospital

‘নিখোঁজ’ প্রসূতি ও সদ্যজাত, প্রশ্নের মুখে হাওড়ার সরকারি হাসপাতাল

জেলা

হাসপাতাল থেকে নিখোঁজ সদ্যজাত শিশু ও তার মা। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার কোনা জগদীশপুর ব্লক হাসপাতালে। সোমবার প্রসব যন্ত্রনা নিয়ে হাওড়ার বালিটিকুরির বাসিন্দা এক মহিলা ভর্তি হন হাসপাতালে। সেদিনই এক কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। মঙ্গলবার সকালে ওষুধ দিতে গিয়ে হাসপাতালের বেডে মহিলা ও তার সদ্যজাতকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। ঘটনান চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা হাসপাতাল জুড়ে। এ ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসেন দাশ নগর থানার পুলিশ। হাসপাতাল তরফে রোগীর পরিবারের সঙ্গে যোগ যোগ করলে জানতে পারেন মহিলা তার সদ্যজাত শিশু ককন্যাকে নিয়ে বাড়ি চলে গেছেন। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসপাতালে ভর্তি অন্য রোগীর পরিবারের সদস্যরা। প্রশ্ন উঠতে শুরু করেছে একজন রোগী সবার সামনে দিয়ে সদ্যজাতকে কোলে নিয়ে ব্যাগ সঙ্গে করে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেও কেউ বাধা দিলো না এমনকি দেখতো পেলো না হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন বেলায় মহিলার স্বামী এসে হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি জানানোর পর ওই মহিলাকে ডিসচার্জ সার্টিফিকেট ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। অন্য দিকে মহিলার দাবি, কাল থেকে খাবার দিচ্ছে না হাসপাতাল, এমনকি সকালেও খাবার না পেয়েই হাসপাতাল থেকে চলে আসার সিদ্ধান্ত নেন মহিলা। এই ঘটনায় উঠছে হাসপাতাল ও জেলা স্বাস্থ্য দপ্তরের চরম গাফিলতির অভিযোগ। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন হাসপাতাল ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
 

Comments :0

Login to leave a comment