CPI-M Party Congress

নবনির্বাচিত পলিট ব্যুরো, কেন্দ্রীয় কমিটি

জাতীয়

মাদুরাইয়ে পার্টি কংগ্রেসের মঞ্চে নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মাদুরাইয়ে সিপিআই(এম) ২৪তম পার্টি কংগ্রেস থেকে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি, পলিট ব্যুরোর সদস্যবৃন্দ। 
 

পলিট ব্যুরো সদস্য
পিনারাই বিজয়ন 
এম এ বেবি
বি ভি রাঘব ভুলু
তপন সেন 
নীলোৎপল বসু
মহম্মদ সেলিম 
রামচন্দ্র ডোম 
অশোক ধাওয়ালে 
এম ভি গোভিন্দন মাস্টার
এ বিজয়ারাঘবন 
অমরা রাম (নবনির্বাচিত)
বিজু কৃষ্ণান (নবনির্বাচিত)
মারিয়াম ধাওয়ালে (নবনির্বাচিত)
ইউ ভাসুকি (নবনির্বাচিত)
কে বালাকৃষ্ণান (নবনির্বাচিত)
জিতেন্দ্র চৌধুরী (নবনির্বাচিত)
আর অরুণ কুমার (নবনির্বাচিত)
শ্রীদীপ ভট্টাচার্য (নবনির্বাচিত)

কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গের সদস্যরা

শমীক লাহিড়ী
সুমিত দে 
সুজন চক্রবর্তী
দেবলীনা হেমব্রম 
আভাস রায়চৌধুরী
মীনাক্ষী মুখার্জী (নবনির্বাচিত) 
কনীনিকা ঘোষ (নবনির্বাচিত)
দেবব্রত ঘোষ (নবনির্বাচিত)
সৈয়দ হোসেন (নবনির্বাচিত)
সমন পাঠক (নবনির্বাচিত)

কেন্দ্রীয় কমিটির অপর সদস্যবৃন্দ

ভি শ্রীনিবাস রাও
সুপ্রকাশ তালুকদার
ইসফাকুর রহমান
লালন চৌধুরী 
অবধেশ কুমার
প্রকাশ বিপ্লব
মহম্মদ ইউসুফ তারিগামি
পিকে শ্রীমতী
ইপি জয়রাজন
টমাস আইজ্যাক
কেকে শৈলজা
এলামরাম করিম
কে রাধাকৃষ্ণণ
কেএম বালাগোপাল
পি রাজীব
পি সতীদেবী
সিএস সুজাতা
যশবিন্দর সিং
সুখবিন্দর সিং শেখোঁ
পি সম্পত
পি সম্মুগম
টি বীরভদ্রম
হীরালাল যাদব
কে হেমলতা
রাজেন্দ্র শর্মা
এস পুণ্যবতী
মুরলীধরণ
এআর সিন্ধু
আর কারুমালায়ন
কেএন উমেশ
বিক্রম সিং
প্রেম চাঁদ
সঞ্জয় চৌহান
অনরাগ সাক্সেনা
এইআই ভাট
কে প্রকাশ
টিপি রামকৃষ্ণাণ
পি দীনেশন
সালিখা
অজিত নাওলে
বিনোদ নিকোলে
সুরেশ পানিগ্রাহী
কৃষ্ণা পারিখ
এন গুণশেখরণ
জন ওয়েসলি
এস বীরাইয়া
মানিক দে
নরেশ জামাতিয়া
রতন ভৌমিক
কৃষ্ণা রক্ষিত
লোকনাথন
কে বালভারতী
ডি রমাদেবী
টি জ্যোতি
রাজেন্দ্র সিং নেগি
সাইবাবু

Comments :0

Login to leave a comment