আর মাত্র ছয় দিন বাকি অলিম্পিকের । এই অলিম্পিকের হাত ধরেই উঠে আসে প্রচুর নতুন মুখ । এইবছর প্যারিস অলিম্পিক্স অনেক তারকারই শেষ অলিম্পিক হতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক এই তালিকা -
লেব্রন জেমস - আমেরিকার এই তারকা বাস্কেটবল খেলোয়াড়ের এটিই শেষ অলিম্পিক । এর আগে ২০০৮ ও ১২ তে জিতেছিলেন সোনা । বর্তমানে তার বয়স ৩৯ বছর । শেষ অলিম্পিকেও তাই তিনি পদক জিতেই স্মরণীয় করে রাখতে চান ।
এলিউ কিপযোগে - ধারণা করা হচ্ছে যে কেনিয়ার এই তারকা রানারের এটিই শেষ অলিম্পিক। এর আগে অলিম্পিক্সগুলোতে মোট দুইবার সোনা জিতেছিলেন তিনি । তাই এইবার হ্যাটট্রিকের মাইলফলক গড়ার লক্ষ্যেই ট্র্যাকে নামবেন তিনি ।
সিমোনে বাইলস - আমেরিকার এই বিখ্যাত জিমন্যাস্টিক রিও অলিম্পিকে মোট চারটি সোনা জিতেছিলেন। তারপর বেশ কিছু সমস্যার কারণে দুইবছরের বিরতির পর । আবার যোগ দেন টোকিও অলিম্পিকে । সেখানে কোনো পদক না জিতলেও নিজের শেষ অলিম্পিকে পদক জিতেই শেষ করতে চান তিনি ।
অ্যান্ডি মারে - একসময় মনে করা হয়েছিল যে , ফেডেরারের পরবর্তী যুগে মারে এর হাতেই থাকতে চলেছে টেনিস রেকর্ডের ব্যাটন। কিন্তু , চোট আঘাত সমস্যা তাকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। ২০১২ এ লন্ডন অলিম্পিকে সিঙ্গেলস এ সোনা ও মিক্সড ডাবলস এ রূপো জিতেছিলেন। এইটি সম্ভবত তার শেষ অলিম্পিক।
রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ - ফেডেরারের পর টেনিসকে আরো আকর্ষনীয় করে তুলেছেন এই দুই তারকা । জোকোভিচ সবথেকে বেশি গ্র্যান্ড স্লাম জিতলেও নাদাল জিতেছেন সবথেকে বেশি ফ্রেঞ্চ ওপেন। ২০০৮ ও ১৬ অলিম্পিকে দুইবার সোনা জিতেছিলেন নাদাল। একবার সিঙ্গেলস ও একবার মিক্সড ডাবলস এ। জোকোভিচের এখনো অব্দি অলিম্পিকে কোনো পদক নেই। দুইজনেরই এটি শেষ অলিম্পিক ।
Comments :0