‘লোকসভা নির্বাচনকে সামনে রেখে যদি ইন্ডিয়া মঞ্চ গঠন করা হয়ে থাকে তাহলে এখন তা তুলে দেওয়া উচিত’, সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা। এদিন দিল্লি বিধানসভা নির্বাচনে ত্রিমুখি লড়াই সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘দিল্লি বিধানসভা নির্বাচন সম্পর্কে আমাদের সেই ভাবে কিছু বলার নেই। আপ কংগ্রেস সহ অন্যান্য দল গুলোর ভেবে দেখা প্রয়োজন যে তারা কি ভাবে বিজেপির মোকাবিলা করবে।’’ এরপরই তিনি বলেন, ‘‘যতটা জানি কোন নির্দিষ্ট সময়সীমা মেনে বিরোধী ঐক্য ইন্ডিয়া গঠন করা হয়নি। লোকসভা নির্বাচনের পর আর কোন বৈঠক হয়নি। কোন দিশায় এই মঞ্চ চলবে তা নিয়ে কোন আলোচনা নেই। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই যদি ইন্ডিয়া গঠন করা হয় তবে এখন তার আর কোন অস্তিত্ত্ব না রাখাই ভালো।’’
কাশ্মীর বিধানসভা নির্বাচনে ওমার আবদুল্লার দল, কংগ্রেস এবং বামপন্থীরা একসাথে লড়ে হারায় বিজেপিকে।
উল্লেখ্য লোকসভা নির্বাচনের সময় দেশের বিভিন্ন প্রান্তে সমন্বয় রেখেই বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিল ইন্ডিয়া। যার জেরে একক সংখ্যা গরিষ্ঠা হারায় বিজেপি। কিন্তু সেই ঐক্য বর্তমানে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। প্রথম থেকেই এই ঐক্য যাতে শক্তিশালী না হতে পারে তার জন্য তৃণমূলকে ব্যবহার করে এসেছে বিজেপি, এমনটা মনে করছে অনেকেই। সম্প্রতি সময় দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আপ ও কংগ্রেস যখন একে অপরের দিকে আঙুল তুলছে সেই সময় দিল্লির নির্বাচনের আপকে সমর্থন জানিয়েছে তৃণমূল। যা নিয়ে আরও নতুন করে তৈরি হয়েছে জল্পনা।
লোকসভা নির্বাচনের পরপরই ইন্ডিয়ার নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে তৃণঙূল। যার জেরে দল গুলোর মধ্যে দুরত্ব তৈরি হয়। তৃণমূল সরাসরি দাবি করে যে মমতা ব্যানার্জিকে মুখ করা হোক। কিন্তু ইন্ডিয়ার দ্বিতীয় বৈঠক থেকেই কংগ্রেস সভাপতি মল্লিকার্কুন খাড়গেকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয়। তারপরও ঐক্য ভাঙতে নেতৃত্বের দাবি তোলে তৃণমূল।
Comments :0