Elephant

ফের হাতির মৃত্যু বান্ধবগড়ে

জাতীয়

গত ৪৮ ঘন্টায় আটটি হাতির মৃত্যু বান্ধবগড়ে। মঙ্গলবার একসাথে সাতটি হাতির মৃত্যু হয়। বেস কয়েকটি হাতি অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার ফের একটি হাতির মৃত্যু হয়েছে। কি কারণে হাতি মৃত্যু তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ১৩টি হাতির দলের মধ্যে আটটি হাতির মৃত্যু হয়েছে। বাকি গুলোর অবস্থা সঙ্কটজনক বলে জানানো হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে। 
গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে বান্ধবগথ ব্যাঘ্র প্রকল্পেত তরফ থেকে। তবে প্রাথমিক অনুমান বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে।

সূত্রের খবর বন্যপ্রাণী আধিকারিকরা ওই এলাকার এক ডজনেরও বেশি খামার এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে যেখানে হাতির মৃতদেহ পাওয়া গিয়েছে এবং পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। 
অনেকে মনে করছে হাতি গুলো যদি কোডো বাজরার বীজ খেয়ে থাকে তবে  সাইক্লোপিয়াজোনিক অ্যাসিড নামক একটি বিষাক্ত পদার্থ উৎপন্নকারী ছত্রাক দ্বারা দূষিত হলে এগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে। মল, মাটি এবং কাছাকাছি গাছপালা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে তার জন্য।

Comments :0

Login to leave a comment