SOROS DHANKAR CONGRESS

ধনকরের ভূমিকায় তীব্র ক্ষোভ বিরোধীদের, সোরোস বিতর্কে পালটা প্রশ্ন কংগ্রেসের

জাতীয়

বিরোধীরা আলোচনার জন্য নোটিস দিলে তা খরিজ করছেন। কিন্তু সরকারপক্ষের সাংসদকে সেই বিষয়ই তোলার এবং বলার অনুমতি দিচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান।
রাজ্যসভার অধিবেশনের মধ্যেই চেয়ারম্যান জগদীপ ধনকরকে ঘিরে এই মর্মে ক্ষোভ জানাচ্ছেন বিরোধীরা।
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে থেকে কংগ্রেস সাংসদ জয়রান রমেশ বা প্রমোপ তিওয়ারিরা কার্যত পক্ষপাতের অভিযোগ তুলছেন ধনকরের বিরুদ্ধে। 
কংগ্রেসের কোনও কোনও সাংসদ জানাচ্ছেন যে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার আলোচনাও রয়েছে বিরোধীদের মধ্যে। 
সংসদে আদানিকাণ্ডে বিশদ আলোচনা থেকে সংসদীয় তদন্তের দাবিতে সরব রয়েছে বিরোধীরা। সোমবারও হয়েছে প্রতিবাদ। এদিনও তৃণমূল কংগ্রেস আদানি-বিরোধী বিক্ষোভ থেকে দূরে সরে থেকেছে। সমাজবাদী পার্টিও এদিন অংশ নেয়নি বিক্ষোভে। 
এর মধ্যেই বিজেপি অভিযোগ তুলেছে যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে যোগাযোগ রয়েছে আন্ত্রজাতিক স্তরের বিনিয়োগকারী জর্জ সোরোসের। বিজেপি এর আগে সোরোসকেই দায়ী করেছিল আদানি বিরোধী আর্থিক অনুসন্ধান রিপোর্টের জন্যও। 
এদিন রাজ্যসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন যে ‘ফোরাম অব ডেমেক্র্যাটিক লিডার ঈন দ্যা এশিয়া প্যাসিফিক’ নামে একটি মঞ্চের সঙ্গে জর্জ সোরোসের যোগ রয়েছে।’ সোনিয়া গান্ধীর নাম না করে তিনি বলেন, ‘এই ফোরামের এক সভাপতি রাজ্যসভার সদস্য’। দেশের পক্ষে বিপজ্জনক বিষয়টি নিয়ে আলোচনা হোক।
কংগ্রেস সদস্যরা বলেন আদানিকে ঘিরে পরপর দুর্নীতি থেকে নজর ঘোরাতেই এসব করছে বিজেপি। এর আগে ২৬৭ ধারায় সোরোস-কংগ্রেস সংযোগ নিয়ে আলোচনার নোটিস জমা করেছিল বিজেপি। তা খারিজ হয়ে যায়। 
খাড়গে চেয়ারম্যানকে বলেন,  নোটিস খারিজ করার পর বিষয়টিতে বিজেপি সদস্যদের বলতে দেওয়া হচ্ছে কী করে!
বিজেপি সদস্য লক্ষ্মীকান্ত বাজপেয়ী জিরো আওয়ারে ‘জারীয় সুরক্ষা’ সম্পর্কে বলতে উঠে সোরোস-কংগ্রেস সংযোগের অভিযোগ তুলতে থাকেন। তখন আবার প্রতিবাদ করেন জয়রাম রমেশ। তিনি বলেন, ২৬৭ ধারায় যে নোটিসগুলি দেওয়া হয়েছিল চেয়ারম্যান তা খারিজ করেছেন। তা’হলে সেই বিষয়েই সভায় বলতে দেওয়া হচ্ছে কেন।
কংগ্রেস আবার প্রশ্ন তুলেছে যে জর্জ সোরোস ভারতের নিরাপত্তার পক্ষে এতবড় বিপদ হলে দেশে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে না কেন? বিজেপি ঘনিষ্ঠ বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইন্ডিয়া ফাউন্ডেশন চীনের থেকে কত টাকা পেয়েছে? বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পুত্রের সঙ্গে অ্যাসপেন ইনস্টিটিউটের সম্পর্ক কী? জার্মানির মার্শাল ফান্ডের সঙ্গে তাঁর সম্পর্ক কী। এই দুই ফান্ডের সঙ্গে জর্জ সোরোসের সম্পর্ক কী?

Comments :0

Login to leave a comment