দীর্ঘক্ষণ কোন ট্রেন না থাকার কারণে অবরোধ করলেন নিত্যযাত্রীরা। বুধবার বেলা ১০ট ৪০ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখার ফুলেশ্বর স্টেশনে রেল অবরোধ করে যাত্রীরা। যাত্রীদের রেল অবরোধের ফলে দাঁড়িয়ে পড়ে ৩৮৮১০ মেদেনীপুর লোকাল। এছাড়াও দাঁড়িয়ে পড়ে একটি পণ্যবাহী ট্রেন। অবরোধের ফলে ডাউন লাইন ও রেল লাইনের পিছনে পরপর স্টেশন গুলিতে দাঁড়িয়ে পড়ে অনেকগুলি ট্রেন। প্রায় ঘন্টাখানেক ধরে চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে আছে রেলের উচ্চপদস্থ অফিসাররা। তাদের আশ্বাসে প্রায় ঘন্টাখানেক পর অবরোধ ওঠে। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায় বহুদিন ধরে ট্রেন সঠিক সময়ে চলছে না। অনেক বহু সমস্যা হচ্ছে ট্রেনে যাতায়াতকারী নিত্যযাত্রীদের। অফিস, স্কুল, কলেজে তারা সঠিক সময়ে পৌঁছাতে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এদিন ৩৮১০৬ ডাউন উলুবেড়িয়া লোকাল ফুলেশ্বর স্টেশনে বেলা বেলা ৯টা ৫৯ মিনিটে আসার কথা থাকলেও প্রায় ঘন্টাখানেক অতিক্রান্ত হলেও ট্রেন আসে না। এরপরই বিক্ষুব্ধ নিত্য যাত্রীরা অবরোধে নেমে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আছে রেলের উচ্চপদস্থ অফিসাররা। তাদের আশ্বাসে প্রায় ঘন্টাখানেক পর অবরোধ ওঠে। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
এক নিত্যযাত্রী মাফিজুর রহমান জানিয়েছেন, ‘‘আমরা নিয়ম করেই প্রত্যেকদিন উলুবেড়িয়া লোকাল ধরে কলকাতায় অফিসে যাই। শুধু উলুবেড়িয়া লোকাল নয় দক্ষিণ পূর্ব রেলের হাওড়া শাখায় কোন ট্রেন সঠিক সময়ে চলছেনা। ফলে আমাদের মত নিত্য যাত্রীদের যাদের ট্রেন ছাড়া আর বিকল্প কোন যাতায়াতের ব্যবস্থা নেই তাদের অনেক সমস্যা হচ্ছে। বারে বারে যাত্রীদের পক্ষ থেকে রেলের বিভিন্ন দপ্তরে জানালেও কোন সুরাহা হয়নি। আমাদের দাবি, আমাদের মতো অসহায় নিত্যু যাত্রীদের কথা ভেবে রেল লোকাল ট্রেনগুলিকে সঠিক টাইমে চালাক।’’
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান ট্রেন দেরিতে চলা নিয়ে যাত্রীরা ফুলেশ্বর ষ্টেশনে রেল অবরোধ করেছিল। পরে রেল অবরোধ উঠে যায় এবং রেল চলাচল স্বাভাবিক হয়।
Train late
সঠিক সময় ট্রেন না আসায় বিক্ষোভ যাত্রীদের
×
Comments :0