Photo Exhibition

সময়, অসময়ের কথাও ছবির প্রদর্শনীতে

কলকাতা

ধর্মতলায় ছবির প্রদর্শনীতে বিমান বসু।

ধর্মতলায় ডেকার্স লেনে ফুটপাতের ধারেই চিত্র প্রদর্শনী। বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোগ্রাফারদের কাজ উঠে এসেছে পরের পর ছবিতে। উঠে এসেছে সময়ের কথা, অসময়ের কথাও। বৃহস্পতিবার ছবির প্রদর্শনীতে যান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

বসু বলেছেন, ‘‘কলকাতার ফুটপাতে ফটোগ্রাফারদের এমন অমূল্য ছবির প্রদর্শনী অনন্য। ছবি কথা বলে। এখানে কিছু বিরল ছবি সংগ্রহে যুক্ত হয়েছে। অনেক অব্যক্ত কথা ছবি দেখলেই বোঝা যায়। উদ্যোক্তাদের অভিনন্দন জানাই।’’

কয়েক বছর ধরেই পেশাগত সঙ্কট বেড়েছে সংবাদমাধ্যমে। তীব্র হয়েছে করোনা মহামারীর পর। কাজ হারাতে হয়েছে বহু সংবাদকর্মীকে। সেই সঙ্গে জুড়ে গিয়েছে সংবাদমাধ্যমের স্বাধীনতায় লাগাতার হস্তক্ষেপ। বাধার সঙ্গে কঠিন লড়াই করেই সময়কে হাজির করছেন চিত্রসাংবাদিকরা। ডেকার্স লেনে তেমনই ছবির সংগ্রহ। 

প্রদর্শনী ঘিরে ভালো সাড়া পড়েছে। আসছেন পথচলতি বহুজনই। আসছেন আগ্রহীরা। প্রদর্শনী চলছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত। শুরু হয়েছে বুধবার। চলবে শুক্রবার পর্যন্ত।

 

Comments :0

Login to leave a comment