Domjur Child Death

ডোমজুড়ে শিশু মৃত্যুতে গ্রেপ্তার সঙ্গী কিশোরকে

জেলা

ডোমজুড় শিশু মৃত্যুতে গ্রেপ্তার করা হয়েছে ১৪ বছরের নাবালককে। খেলার সময় গণ্ডগোল থেকে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ডোমজুড়ে বৃহস্পতিবার ৪ বছরের শিশুর দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাত ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় ওই শিশুর দেহ। হাওড়ার ডোমজুড়ের শলপ ডাঁসপাড়া এলাকায় স্থানীয়রা বলছিলেন খুন করা হয়েছে ওই শিশুটিকে। 
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওই শিশুকে। দুপুর সাড়ে ১২টা নাগাদ তাকে হাত পা বাঁধা অবস্থায় বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ওই শিশু যে জামা পড়েছিল সেই জামা দিয়েই তার গলা পেঁচানো ছিল। 
শুক্রবার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানিয়েছে, খেলা নিয়ে গন্ডগোলের জেরে এই খুন। খেলার ছলে লোহার ইঁদুর ধরার খাঁচা দিয়ে মারতেই অচৈতন্য হয়ে পড়েছিল শিশুটি। সঙ্গী কিশোরটি ভয় পেয়ে যায়। শিশুর গলায় ফাঁস দিয়ে দেয় অভিযুক্ত নাবালক। সিসিটিভি-তে শেষবার অভিযুক্ত কিশোরের সঙ্গেই দেখা গিয়েছিল শিশুটিকে।

Comments :0

Login to leave a comment