Greater Noida Torture Women

বিভাজনে ব্যস্ত যোগী, পুলিশ ধরপাকড় করছে কৃষক পরিবারের মহিলাদেরও

জাতীয়

গ্রামে ঢুকে মহিলাদের ধরপাকড় করছে যোগী সরকারের পুলিশ।

যমুনা এক্সপ্রেসওয়েতেই কেবল নয়। গ্রেটার নয়ডা থেকে ভেতরে গ্রামাঞ্চলেও কৃষক আন্দোলনে শামিল মহিলাদের শারীরিক নিগ্রহ করেছে পুলিশ।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের পুলিশের এই কীর্তির ভিডিও প্রকাশ করেছে সারা ভারত কৃষকসভা।
নয়ডা, গ্রেটার নয়ডা বা যমুনা এক্সপ্রেসওয়ের মতো ঝাঁ-চকচকে বাণিজ্য অঞ্চল গড়ে উঠেছিল শ‘য়ে শ’য়ে গ্রামের ওপর। কিন্তু ন্যায্য ক্ষতিপূরণ পাননি কৃষকরা। ২০১৩-তে সংসদে পাশ জমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইনে সঙ্গত ক্ষতিপূরণের দাবি করছেন প্রায় ২০০ গ্রামের কৃষকরা। আন্দোলনে শামিল তাঁদের পরিবারও। 
সারা ভারত কৃষকসভার মতো সংগঠনগুলির মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা বলেছে, সারা দেশের নজরে এই অবিচারকে হাজির করেছেন কৃষকরা। আর টানা অত্যাচার চালিয়ে যাচ্ছে যোগী আদিত্যনাথ সরকার।
আদিত্যনাথ কৃষক-শ্রমিকদের দাবি না মিটিয়ে কেন ধর্মীয় বিভাজনে উস্কানি দিয়ে চলেছেন উঠেছে সে প্রশ্নও। বাংলাদেশের ঘটনার সঙ্গে নিজের রাজ্যে সম্ভলে মসজিদ সমীক্ষা ঘিরে তীব্র উত্তেজনার প্রসঙ্গকে একই মাপকাঠিতে ব্যাখ্যা করেছেন তিনি। শুক্রবার, ৬ ডিসেম্বর, বাবরি মসজিদ ভাঙার দিন। ১৯৯২-তে এই কাজ করেছিল সঙ্ঘ পরিবার। 
মুসলিমদের দায়ী করে যোগী বলেছেন, বাবরের সঙ্গীরাই বাংলাদেশ থেকে সম্ভলে দায়ী। 
দেখা যাচ্ছে, ধর্ম নির্বিশেষে ক্ষতিপূরণের দাবিতে নামা কৃষকদের ওপর নিপীড়নের দায় চেপে সবছে যোগী আদিত্যনাথেরই ওপর। কৃষকদের জেল থেকে মুক্ত করার দাবি তুলেছে সংযুক্ত কিসান মোর্চা। কৃষক নেতাদের গৃহবন্দি করারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment