Ariadaha case

জয়ন্তর ভিডিও ভাইরাল করা যুবকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ

রাজ্য

কলেজ ছাত্র ও তাঁর মা'কে নির্মম মারধরের ঘটনায় অভিযুক্ত আড়িয়াদহের তৃণমূলের জয়ন্ত সিং বাহিনীর কীর্তির ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন রামপুরহাটের ৫ নং ওয়ার্ডের স্নাতোকোত্তর পাশ করা যুবক শুভম মন্ডল। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে তার জন্য রামপুরহাট থানাকে অবগত করা হয়। রামপুরহাট থানার তরফে গতকাল গভীর রাতে শুভম থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুভমের দাবি, কেন তিনি এই পোস্ট করেছেন? তার উত্তর চাওয়ার পাশাপাশি এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকা সম্পর্কিত পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনও খারাপ ব্যবহার করা হয়নি পুলিশের তরফ থেকে। শুভম এদিন জানিয়েছেন, ‘সচেতন নাগরিক হিসাবে এই ধরনের ঘটনা প্রেক্ষিতেই এই পোস্ট করেছি। কারন রাজ্যে আইন শৃঙ্খলা বলে তো একটা জিনিস আছে। এই ধরনের আইন হাতে তুলে নেওয়া কখনই সমর্থন করি না। তাই এক বন্ধু মারফত এই ভিডিও পেয়ে তার সত্যতা যাচাই করে তবেই পোস্ট করেছিলাম।’ 

 

কলেজ ছাত্র ও তাঁর মা'কে নির্মম মারধরের ঘটনায় অভিযুক্ত আড়িয়াদহের তৃণমূলের জয়ন্ত সিং বাহিনীর আরও ভিডিও সামনে আসছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া আরেকটি ভিডিও'তে দেখা যাচ্ছে আড়িয়াদহ তালতলা ক্লাবে চ্যাংদোলা করে ঝুলিয়ে একজন মহিলাকে লাঠি দিয়ে নৃশংসভাবে পেটাচ্ছে কয়েকজন তৃণমূল কর্মী। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই মঙ্গলবার জাতীয় মহিলা কমিশন দুষ্কৃতীদের শাস্তি চেয়ে রাজ্য পুলিশের ডিজি'কে নোটিস পাঠিয়েছে। অন্যদিকে, বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ভিডিওটি পুরোনো। তবে হামলাকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। প্রহারকারীদের দু'জন বর্তমানে পুলিশি হেপাজতেই আছে বলে তাদের দাবি। 

Comments :0

Login to leave a comment