২০২২ ফুটবল বিশ্বকাপ যেন অঘটনের বিশ্বকাপ। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হয় মরোক্কো। সেই ম্যাচ ১-০ গোলের ব্যবধানে জিতে নিল উত্তর আফ্রিকার দেশ মরোক্কো। একই সঙ্গে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলার ছাড়পত্রও আদায় করে নিলেন অ্যাটলাস পর্বতের সিংহরা।
এদিন ইউসুফ নাসিরির গোলে ৪১ মিনিটে পিছিয়ে পড়ে পর্তুগাল। তারপর বাকি অর্ধ জুড়ে গোল শোধের সমস্ত রকম চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় পর্তুগাল। একাধিক হাফ চান্স মিস করেন পেপে- রোনাল্ডোরা। তারফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল তাঁদের।
এদিন কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। সুইজারল্যান্ড ম্যাচের মতো এই ম্যাচের প্রথমার্ধও রিজার্ভ বেঞ্চে কাটান রোনাল্ডো। কোচ এবং সতীর্থদের একাংশের সঙ্গে বনিবনা না হওয়ার জন্যই এই ঘটনা বলে পর্তুগাল টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।
প্রথমার্ধের খেলা ধরলে, পর্তুগিজদের কাছে বলের দখল বেশি ছিল। কিন্তু দ্রুত গতির কাউন্টার অ্যাটাকের মাধ্যমে গোলের চেষ্টা চালিয়ে গিয়েছে মরোক্কো। ইউসুফ নাসিরির গোলটিও সেই কাউন্টার অ্যাটাকেরই ফসল। যদিও পর্তুগালও একাধিক সুযোগ পেয়েছে প্রথমার্ধে। ৫ মিনিটে জোয়াও ফেলিক্সের হেড অল্পের জন্য লক্ষভ্রষ্ট হয়। ৩১ মিনিটে মরোক্কোর বক্সের বাইরে থেকে শট নেন ফেলিক্স। কয়েক ইঞ্চির জন্য গোল হয়নি সেক্ষেত্রে।
৪১ মিনিটে হেডে গোল করেন মরোক্কোর নাসিরি। মরোক্কোর বাম প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন তিনি। ৬ মিনিটের মাথায় কর্ণার থেকেও গোলের সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু গোল মিস করেন নাসিরি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাপায় পর্তুগাল। কিন্তু গোলের দেখা মেলেনি। এদিন ৮ মিনিট সংযুক্ত সময়ের নির্দেশ দেন রেফারি। সংযুক্ত সময়ের ৪ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন মরোক্কোর ওয়ালিদ চেডিরা। ১০জনে হয়ে যায় মরোক্কো। কিন্তু তারপরেও গোলের দরজা খুলতে পারেনি পর্তুগাল।
Comments :0