আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পুর্বাভাষ অণুযায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি নামল কলকাতায়। বৃষ্টি হয়েছে হাওড়া, দুই চব্বিশ পরগনাতেও। সকাল থেকেই এদিন মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তবে গরমের অস্বস্তি বজায় ছিল দিনভর। বিকেলের পরেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। প্রায় ঘন্টা খানেকের বৃষ্টিতে অনেকটাই নেমে যায় তাপমাত্রা।
প্রায় এক সপ্তাহ দেরীতে সোমবারই পশ্চিমবঙ্গে ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয় এদিন। দিন দুয়েকের মধ্যেই দক্ষিণবঙ্গেও ঢুকবে বর্ষা। তবে বর্ষা এলেও মালদা ও দুই দিনাজপুরে গরমের দাপট বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। তবে কলকাতায় এই বৃষ্টির কারণ বঙ্গপোসাগর থেকে ঢুকছে দক্ষি-পশ্চিম বায়ু, সঙ্গে রয়েছে মায়ানমার উপকূলের নিম্নচাপ। তার জেরেই বর্ষার আগে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে।
Comments :0