Priyanka Gandhi

‘ব্যাগের’ মাধ্যমে বাংলাদেশের প্রতি সংহতি জানালেন প্রিয়াঙ্কা

জাতীয়

প্যালেস্তাইনের পর বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ এবং তাদের নিরাপত্তার দাবি জানিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। প্যালেস্তাইনের প্রতি সংহতি জানিয়ে প্যালেস্তাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে এসেছিলেন প্রিয়াঙ্কা। এবার তার ব্যাগে দেখা গেলো বাংলাদেশের কথা। ওয়েনাডের কংগ্রেস সাংসদ এদিন যেই ব্যাগ নিয়ে সংসদে এসেছিলেন তাতে লেখা ছিল ‘বাংলাদেশের হিন্দু এবং খৃষ্টানদের নিরাপত্তা চাই।’

সোমবার জিরো আওয়ারে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে সরব হন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান এই বিষয় ঢাকার সাথে কুটনৈতিক আলোচনা করার। প্রিয়াঙ্কা বলেন, বাংলাদেশে যারা আক্রান্ত তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। দরকার পড়লে সেই দেশের সরকারের সাথে কথা বলতে হবে। 

প্যালেস্তাই লেখা ব্যাগ নিয়ে সংসদে আসায় বিজেপির কটাক্ষের মুখে পড়তে হয়েছে কংগ্রেস সাংসদকে। কিন্তু বিজেপির কটাক্ষকে গুরুত্ব না দিয়ে তিনি বলেছেন, ‘‘আমি কোন পোশাক পড়বো, কোন ব্যাগ ব্যবহার করবো তা আমার ব্যাক্তিগত বিষয়, পুরুষতান্ত্রিক কোন মানসিকতাকে আমি প্রশ্রয় দেওয়া পছন্দ করিনা। প্যালিস্তাইন এবং গোটা বিশ্ব সংখ্যালঘুদের ওপর যেই আক্রমণ চলছে তা নিয়ে আমার মনোভাব আমি অনেক আগেই স্পষ্ট করেছি।’’

Comments :0

Login to leave a comment