BARANAGAR PROTEST

মহিলা মিছিলে তৃণমূলের হামলায় ধিক্কার বরানগরে

জেলা

(বাঁদিকে) আগত মহিলা নেত্রী মানা বারিক। (ডানে) মঙ্গলবার ধিক্কার মিছিল।

বিচারের দাবি তুলে চলছিল মহিলা মিছিল। সোমবার সেই মিছিলেই চলে হামলা। মহিলা আন্দোলনের কর্মী কাকলি দেবনাথ সহ আহত হন একাধিক। মঙ্গলবার এই হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল হয়েছে বরানগরে।
বরানগর পৌরাঞ্চলের ছাত্র যুব মহিলাদের নেতৃত্বে এদিন হয়েছে মিছিল। বনহুগলি ৪৩ নম্বর বাস স্টান্ড থেকে রাত সোয়া আটটা নাগাদ মিছিলটি শুরু হয়। গোপাল লাল ঠাকুর রোড দিয়ে বরানগর বাজার হয়ে সিঁথির মোড়ে গিয়ে এই  ধিক্কার মিছিল শেষ হয়। ঘটনার প্রতিবাদে  অঞ্চলের সাধারণ নাগরিকবৃন্দ ধিক্কার মিছিলটিতে শামিল হয়ে যান।
সোমবার সন্ধ্যায় সিঁথিতে আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে মহিলাদের মিছিল যাওয়ার সময় অতর্কিত তৃণমূলের দুষ্কৃতীরা ওই মিছিলে হামলা চালায় বলে অভিযোগ। মহিলা কর্মী কাকলি দেবনাথ সহ কয়েকজন আহত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের তিন কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণ চালানো হয়। প্রচন্ড মারধর করা হয় কাকলি দেবনাথকে। তাঁকে বাঁচাতে গিয়ে আরো তিন চার জন জন মহিলা কর্মী আক্রান্ত হন । প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে   তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মারধর চালানো হয়। কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিন ধিক্কার মিছিলে ছিলেন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভানেত্রী যশোধরা বাগচী, সম্পাদক রুনু ব্যানার্জি, পূরবী সরকার সহ অন্যান্য নেত্রীরা। গণতান্ত্রিক আন্দোলনের নেতা তন্ময় ভট্টাচার্য , কিশোর গাঙ্গুলি, অশোক ভট্টাচার্য , শানু রায় সহ নেতৃবৃন্দ অংশ নেন।

Comments :0

Login to leave a comment