নদিয়ার রানাঘাটে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন রামনগর-১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। শনিবার দুপুরে গড়েরবাগান গ্রামের মানুষজন এই অবরোধ করেন। যার জেরে আটকে পড়ে জাতীয় সড়কে চলাচলকারী যানবাহন।
গ্রামবাসীদের অভিযোগ, ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ-এর কারণে বিস্তীর্ণ গ্রামীণ এলাকার নিকাশি ব্যবস্থা বুজিয়ে ফেলা হয়েছে। যে কারণে টানা বৃষ্টিতে গ্রামের পর গ্রাম এখন জলমগ্ন। কালিতলা, বিলের মাঠ এলাকায় কোথাও হাঁটু, কোথাও ঘরে কোমর সমান জল। ঘরে সাপ ঢুকছে। গ্রামবাসী টোটন মালাকার বলেন, ‘‘সাপের সাথে ঘর করতে হচ্ছে আমাদের। গোটা এলাকা বন্যার মতো পরিস্থিতি। জাতীয় সড়ক উঁচু হয়েছে। রাস্তার জল সোজা গ্রামে ঢুকছে। কোন নিকাশি ব্যবস্থা নেই। প্রশাসনের কোন উদ্যোগ নেই।’’
নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবিতে জাতীয় সড়কের ওপরে শুয়ে পড়েন ওই এলাকার মানুষজন। বিক্ষোভকারীরা জানান, গত বছরও এমনটা ঘটেছিল।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে রাণাঘাট থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। বিক্ষোভকারীদের ফের একবার আশ্বাস দেওয়া হয় নিকাশি ব্যবস্থা ঠিক করে দেওয়ার।
এছাড়াও শান্তিপুরের দু'নম্বর ওয়ার্ড বেশ কিছু এলাকা জলমগ্ন। হবিবপুর এলাকার দত্তপাড়া নন্দী ঘাট এলাকাতেও জল ঢুকেছে।
Comments :0