Polit Bureau on Sub Quota

‘সংরক্ষণের মধ্যে সংরক্ষণ’: রায় সুপ্রিম কোর্টের, প্রয়োগের দাবি পলিট ব্যুরোর

জাতীয়

সংরক্ষণের মধ্যে সংরক্ষণ করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তফসিলি জাতির সবচেয়ে পিছিয়ে থাকা অংশগুলিকে সংরক্ষণের মধ্যে আলাদা অগ্রাধিকার দেওয়া যাবে। দেশের সব সরকারকে এই নির্দেশ প্রয়োগ করার কাজ শুরু করতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর এই দাবি তুলল সিপিআই(এম) পলিট ব্যুরো। 
বুধবারই সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তফসিলি জাতি এবং আদিবাসীদের সংরক্ষণের মধ্যে ‘সাব কোটা’ চালুর অনুমতি দিয়েছে রাজ্যগুলিকে। তফসিলি জাতি ও আদিবাসী অংশের মধ্যে স্তরভাগ করা যাবে। তার ভিত্তিতে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ করা যাবে। সবচেয়ে সঙ্কটে থাকা অংশকে অগ্রাধিকার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে এক বিচারপতি সহমত না হওয়ায় সংখ্যাগরিষ্ঠ রায় হয়েছে এদিন। বেঞ্চ মোট ৬টি আলাদা রায় দিয়েছে। 
রায়ে বলা হয়েছে সংরক্ষণের মধ্যে সংরক্ষণের জন্য রাজ্যগুলিকে নির্দিষ্ট এবং প্রাণ্য তথ্য হাজির করতে হবে। খুশি মতো ‘সাব কোটা’দেওয়া যাবে না। মোট ২৩টি আবেদনের নিরিখে এদিন রায় দিয়েছে শীর্ষ আদালত। তার মধ্যে রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাঞ্জাব সরকারের আবেদনও।

Comments :0

Login to leave a comment