২৪ নভেম্বর উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামা মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজনা তৈরির করা অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে বাহিনীরও একাধিক আহত হয়েছেন সংঘর্ষে। উত্তেজনার জেরে পুলিশের গুলিতে মারা গিয়েছেন ৪ জন। আহত বহু। সম্ভালের সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বর্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তর প্রদেশের পুলিশ।
সম্ভালের সংঘর্ষে মোট ৪০০ জনের বিরুদ্ধে সাতটি ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।
সম্ভালে ষোড়শ শতকের শাহী জামা মসজিদ ঘিরে নিম্ন আদালত সমীক্ষার রায় দেয়। আদালতে একটি আবেদনে দাবি করা হয় হিন্দু মন্দির ভেঙে ওই মসজিদ তৈরি করা হয়েছে। আদালত রায় দিতেই রবিবার ভোরবেলা থেকে সাত তাড়াতাড়ি নেমে পড়ে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। অভিযোগ মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষার নামে দেওয়ালে ভাঙচুর করা হতে থাকে। সেই খবর চাউর হতে তীব্র উত্তেজনা ছড়ায়। শুধু সম্ভল নয়। রাজস্থানের আজমের শরিফ দরগা নিয়েও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাইছে আরএসএস মদতপুষ্ট হিন্দু সেনা। তাদের দাবি শিব মন্দির ভেঙে তৈরি করা হয়েছে ওই ঐতিহাসিক দরগা।
Comments :0