বিচারের দাবিতে মিছিলে পা মেলালেন নিহত চিকিৎসকের বাবা ও মা। পানিহাটির নাগরিকদের সঙ্গে ধিক্কার মিছিলে যোগ দিয়েছেন চিকিৎসক তমোনাশ চৌধুরী সহ সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা।
সিবিআই নির্ধারিত ৯০ দিনেও আরজি কর হাসাপাতলে খুন-ধর্ষণে চার্জশিট জমা দেয়নি বিচার আদালতে। পলে জামি মিলে গিয়েছে মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছিল সিবিআই। গোটা ঘটনায় কাঠগড়ায় কেন্দ্র এবং রাজ্যের কুখ্যাত ‘সেটিং’।
রবিবার মিছিলে স্লোগান ওঠে ‘তিলোত্তমা আমরা জেগে আছি’। এদিন সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল করে পানিহাটি নাগরিক সমিতি।
ধিক্কার মিছিলে আওয়াজ ওঠে, অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবেই।
JUSTICE PANIHATI
বিচারের দাবিতে মিছিলে নিহত চিকিৎসকের বাবা-মা
×
Comments :0