শ্রমিকের অধিকার কেড়ে দাসে পরিণত করার ব্যবস্থা হয়েছে শ্রম কোডে। বাতিল করা হয়েছে ২৯টি শ্রম আইন। শ্রম কোডে এমনকি কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে ধর্মঘটের অধিকার, এমনকি ট্রেড ইউনিয়ন করার অধিকার। ভারতীয় ন্যায় সংহিতায় আবার দল বেঁধে দাবি জানাতে গেলেও জামিন অযোগ্য ধারায় জেলে ভরার ব্যবস্থা রয়েছে। আর কর্পোরেট, মালিকপক্ষ বিধি ভাঙলেও ছাড় পেয়ে যাবে সামান্য জরিমানা দিয়ে। তার বিরুদ্ধে ধর্মঘট ডকেছে দেশের ট্রেড ইউনিয়ন সমূহ। সমর্থন কর্মচারীদের, সমরথন কৃষক-খেতমজুরদের। শামিল ছাত্র-যুব-শিক্ষকরা। এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে মশাল মিছিল হলো যাদবপুরে।
শনিবার পল্লীশ্রী মোড় থেকে যাদবপুরে ধর্মঘটের সমর্থনে মিছিলে পা মেলালেন সব অংশের মানুষ। সেই সঙ্গে স্লোগান উঠল স্কুল ছাত্রী তামান্না খাতুন হত্যার বিচারের দাবিতে। স্লোগান সাউথ ক্যালকাটা 'ল' কলেজে ধর্ষণে অপরাধীদের শাস্তির। রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ বেরিয়ে এসে সমর্থন জানিয়েছেন দাবিতে।
Comments :0