AAP

সংসদীয় রাজনীতি থেকে সরে আসার কথা জানালেন আপ নেতা

জাতীয়

সংসদীয় রাজনীতি থেকে সরে আসার কথা ঘোষনা করলেন আপ নেতা তথা দিল্লি বিধানসভার অধ্যক্ষ রাম নিবাস গোয়েল। এদিন দলের প্রধান কেজরিওয়ালকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন যে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দিতা করবেন। শারিরীক কারণেই তার এই সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেছেন। 
রাম নিবাস গোয়েলের চিঠি উল্লেখ করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের এক্সহ্যান্ডেলে লিখেছেন, ‘‘সংসদীয় রাজনীতি থেকে রাম নিবাস গোয়েলের সরে আসা আমাদের জন্য এক আবেগ ঘন মুহুর্ত। তার পরামর্শ বিধানসভার ভিতরে এবং বাইরে আমাদের সমৃদ্ধ করেছে। শারিরীক কারণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন না বলে কয়েকদিন আগে জানিয়ে ছিলেন। তার সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। আগামী দিনে তার পরামর্শ প্রতি মুহুর্তে দলের প্রয়োজন হবে।’’
আগামী বছরের প্রথমেই দিল্লি বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আবগারি দুর্নীতি মামলায় জেলে থেকে মুক্তি পাওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেজরিওয়াল। দায়িত্ব সামলাচ্ছেন অতিশী মারলেনা। কেজরিওয়াল জানিয়েছেন যে দিল্লির মানুষ যদি তার দলকে সমর্থন করেন তবেই তিনি ফের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। এই পরিস্থিতিতে দিল্লিতে ক্ষমতা ধরে রাখা আপের কাছে বড় চ্যালেঞ্জ।

Comments :0

Login to leave a comment