চিকিৎসককে হত্যা ও ধর্ষণের আসল অপরাধীদের ধরতে হবে। সরকারের শীর্ষ স্তর থেকে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। সিবিআই-কে ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের আড়াল করতে প্রতিবাদীদের হেনস্তা বন্ধ করতে হবে। রবিবারও বাংলাজুড়ে এই দাবিতেই হয়েছে বহু মিছিল। শহর থেকে গ্রামের পথে মিছিলে মিছিলে বড় সংখ্যায় দেখা গিয়েছে মহিলাদের।
আর জি কর কাণ্ডে বিচার চেয়ে বিশাল মিছিল করলেন শ্রমিক-কৃষক-খেতমজুররা। রবিবার পূর্ব মেদিনীপুরে নিমতৌড়ি চক থেকে এই মিছিল জেলা শাসকের দপ্তর, বাসস্ট্যান্ড হয়ে বিভিন্ন পথ ঘুরে অবরোধ করে চার মাথার মোড়ে জাতীয় সড়কে। অংশ নেন সিআইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু।
মিছিলে দাবি উঠেছে, আর জি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের বিচার করতে হবে। পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছে সিবিআই’র কাছে। এই কেন্দ্রীয় সংস্থাকে আসল সত্য বের করতে হবে। মিছিলে যোগ দিয়েছে সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতা এবং কর্মীরা।
সিপিআইএম বৈষ্ণব নগর এরিয়া কমিটির উদ্যোগে রবিবার বিকালে বৈষ্ণবনগর বাজারে এমএলএ মোড় থেকে আর জি করে এমডি পাঠরতাকে মহিলা চিকিৎসকদের নির্মমভাবে ধিক্কার মিছিল বের হয়। বিভিন্ন পথ পরিক্রমা করে তা শেষ হয় শিব মন্দিরের সামনে গিয়ে। এখানে হয় পথসভা।
মালদহ বৈষ্ণবনগর বাজারে মিছিল।
পশ্চিম মেদিনীপুরে ডেবরা ব্লকের রাধামোহনপুর গঞ্জে মহিলারা করেছেন মিছিল। এখানে পশং গঞ্জেও নেমেছেন মহিলারা।
ডেবরায় রাধামোহনপুর গঞ্জে মিছিলে মহিলা, ছাত্রী, যুবতীরা।
চিকিৎসক হত্যায় আসল অপরাধীদের আড়ালে রাজ্যের সরকার এত তৎপর কেন, সেই প্রশ্ন উঠছে প্রতিটি এলাকায়। এর মধ্যেই চিকিৎসকরা জানিয়েছেন যে কিভাবে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নানা আর্থিক বেনিয়মও চালিয়েছেন। তা নিয়ে হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার মামলা করেছেন কলকাতা হাইকোর্টে।
বিটি রোড সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালেও হয়েছে বিক্ষোভ।
Comments :0