RG Kar Protest Rally

বিচার চেয়ে বিক্ষোভ মিছিল নারায়নগড়ে

জেলা

আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ১০০ দিন অতিক্রান্ত। তবুও বিচার পেল না অভয়া। এখনও চলছে তদন্ত। মিলল না বিচার। বিচারৃর দাবিতে দীর্ঘদিনের লড়াই এখনও সফল হল না। সোমবার অভয়ার বিচার চেয়ে মিছিল হয়েছে পশ্চিম মেদিনীপুরে।
আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল পশ্চিম মেদিনীপুর প্রত্যন্ত নারায়নগড় ব্লকের রানীসরাই মৌজায়। দীর্ঘ ৪কিলোমিটার পথ পরিক্রমা করে সাধারণ মানুষ। স্লোগান মুখরিত মিছিলে দাবি ওঠে অভয়ার বিচার চাই। পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ সংগঠিত করে প্রতিবাদীরা।
শ্লোগান ওঠে ‘আর কত সময় চাও সিবিআই জবাব দাও’, ‘শাসক তোমার কিসের ভয়, ধর্ষক খুনীরা তোমাদের কে হয়’। ‘নাটকবাজি বন্ধ করো আরজিকর ঘটনায় মাথা ধরো’। ১০০ দিন অতিক্রান্ত তবুও কেন অভয়া বিচারহীন প্রশ্ন তুলে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। এদিনের মিছিলে মহিলাদের অংশ গ্রহণ ছিলো নজর কাড়া। সোমবার আদিবাসী অধ্যুষিত নহপাড়া বুথ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। আরজি করের ঘটনাকে ধিক্কার জানিয়ে, অভয়ার বিচার চেয়ে রাজ্যের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান ওঠে। মিছিল শেষে রানীসরাই মোড়ে প্রতিবাদ সভা হয়। সভার শেষে কুশপুতুল দাহ করার সময় স্থানীয় তৃণমূলের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে জনরোষ ছড়িয়ে পড়ে। তৃণমূলের কর্মীরা পিছু হঠে। 
গত ৯ অগস্ট আরজি কর থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের দেহ। কর্মরত অবস্থায় তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। হয়েছিল তথ্য লোপাটও। ঘটনার পর সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে তথ্য লোপাটের দায়ে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল ও টালা থানার প্রাক্তন ওসি-কে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে এখনও চলছে তদন্ত। এদিন ধর্ষক, খুনীদের শাস্তির দাবি সহ তথ্য লোপাটকারী ও ষড়যন্ত্রীকারিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে শ্লোগান ওঠে। 

Comments :0

Login to leave a comment