Supreme Court

শিয়ালদহ আদালত বিচার এক মাসে শেষের আশা সুপ্রিম কোর্টের

জাতীয় রাজ্য

১৭ মার্চ সুপ্রিম কোর্টে ফের হবে আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ছিল শুনানি। এদিন সিবিআইয়ের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান যে, আরজি কর হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত যেই তদন্ত সিবিআই করছিল তার চার্জশিট জমা করা হয়েছে। তবে রাজ্য সরকারের অনুমতি না পাওয়ার ফলে অভিযুক্তদের বিরুদ্ধে কোন তদন্ত প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। 
নির্যাতিতার পরিবারের আইনজীবী আবেদন করেন যাতে ঘটনা ধামাচাপা দেওয়া এবং প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট গঠন করা হয়।
এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় যে আগামী এক মাসের মধ্যে নিম্ন আদালতে এই মামলার ’ট্রায়াল’ বা বিচার শেষ হওয়ার সম্ভাবনা আছে। সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন শুনানির তারিখ দেওয়ার উল্লেখ করেন তাঁরা। শিয়ালদহ আদালতে ৮১ জনের বয়ান এই মামলায় নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। তবে খুন-ধর্ষণে একমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই অভিযুক্ত করেছে সিবিআই।
চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় টাস্ক ফোর্সই দেখবে বলে জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে।
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এই ঘটনা সামনে আসার পর গোটা স্বাস্থ্য ব্যবস্থার যেই দুর্নীতি তা প্রকাশ্যে চলে আসেন। গ্রেপ্তার হয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ টালা থানার ওসি। 
গত ১৩ আগস্ট কলকাতা পুলিশের হাত থেকে মামলা সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। ১৯ আগস্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা দায়ের করে বিষয়টি নিয়ে নেয় সুপ্রিম কোর্ট।   

Comments :0

Login to leave a comment