RG Kar Student Death

নতুন করে তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে ‘অভয়া’র বাবা-মা

রাজ্য

সিবিআইয়ে ভরসা নেই। ফের নতুন করে তদন্ত হোক। এমনই আবেদন জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আর জি করের নিহত চিকিৎসকের বাবা মা। তাদের অভিযোগ প্রমান লোপাট করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এর আগেই তারা অভিযোগ করেছিলেন যে আদালতে মিথ্যা কথা বলছে সিবিআই। সূত্রের খবর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্শন করবেন পরিবারের আইনজীবী। 

সিবিআই কোন চার্জশিট জমা না দেওয়ায় এই মামলায় জামিন পেয়েন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রথম থেকেই সন্দীপের বিরুদ্ধে সরব ছিলেন নির্যাতীতার পরিবার। 

গত ১০ ডিসেম্বর নির্যাতীতার বাবা-মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেছেন,‘‘ আইনের জবাব আইনের মাধ্যমেই লড়তে চাই। বিচার এতো বিলম্ব কেন। আদালতে দাঁড়িয়ে আজ মিথ্যা কথা বলেছেন সিবিআই।’’ 
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার তরফে বলা হয়েছে তারা আমাদের সঙ্গে আছে। কিন্তু তা একেবারে মিথ্যে কথা, আগে তার আমাদের বাড়িতে আসতেন, এখন ফোন করে চার্জশিট জমা সংক্রন্ত তথ্য জানতে চাইলে কোন উত্তর পাওয়া যায়নি। ফোনে একাধিকবার ম্যাসেজ পাঠিয়েও জবাব মেলেনি। 

Comments :0

Login to leave a comment